নিয়মিত মদ্যপান করেন যারা, এই লকডাউনে তাঁদের অনেকেরই সমস্যা হচ্ছে। কারোর কারোর আবার উইথড্রয়াল সিম্পটমস দেখা দিতে পারে।
আপনি কতোটা নিয়মিত মদ্যপান করেন, তার ওপর নির্ভর করছে, কতোটা উইথড্রয়াল সিম্পটমস হবে আপনার। কারোর ক্ষেত্রে অ্যালকোহল জাতীয় পানীয় নেওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই শুরু হতে পারে, কারোর আবার কয়েক সপ্তাহ পর হবে।
উইথড্রয়াল সিম্পটমস কিন্তু শারীরিক এবং মানসিক দু'রকমই হতে পারে।
কী ভাবে মানিয়ে নিতে হবে?
কখনও ওষুধ খেয়ে, কখনও যোগা করে, নিজের সখ, ভালোলাগার সঙ্গে সময় কাটিয়ে উইথড্রয়াল সিম্পটমস এর সঙ্গে কাটানো সম্ভব।
আরও পড়ুন, কীভাবে আকর্ষণীয় করে তুলবেন একঘেয়ে ওয়র্ক ফ্রম হোম?
ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডঃ সুরঞ্জিত চ্যাটার্জি বললেন, "খুব গুরুত্বর অবস্থা না হলে আমরা মেডিকেশনের দিকে যাই না। অধিকাংশ ক্ষেত্রে বড় জোর ঘুমের ওষুধ দেওয়া হয়। দুই থেকে তিন দিনের বেশি গড়ালে তখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। এখন যেহেতু লকডাউন চলছে, টেলিকমিউনিকেশন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তবে তার বেশি বাড়াবাড়িও একেবারে হয় না, এমন নয়। অনেক সময় রোগী প্রলাপ বকতে থাকে। সেরকমটা হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা জরুরি"।
Read the full story in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন