বর্তমান সময়ের সাড়া জাগানো খবর, তা সে বিনোদন জগতেরই হোক, বা ময়দান কিমবা মিছিল, হাল্কা ছন্দে ভারী ভারী কথা অনায়াসে বলে দিতে পারে আমুলের বিজ্ঞাপন। সিবিআই নিয়ে শেষ ক'দিনের তর্ক বিতর্ক, বাকবিতণ্ডার পর আমুল বাজারে আনল তার বিজ্ঞাপন। এক টিয়া পাখি (সিবিআই-কে টিয়া পাখি হিসেবে বর্ণনা করেছিলেন এক সময়ের মুখ্য বিচারপতি আর এম লোধা) সিবিআই থেকে আলাদা করে দিয়েছে 'আই'কে।
বিজ্ঞাপনে লেখা রয়েছে CBI cant C 'I' to 'I'! অর্থাৎ কি না নিজের চোখেই চোখ রাখতে অস্বস্তি হচ্ছে কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থার। তলায় ট্যাগ লাইনে লেখা রয়েছে 'পাওয়ার ফুড'।
বিজ্ঞাপন আসার পর থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা। সমাজের যে কোনো বিষয় নিয়েই বিজ্ঞাপনের আড়ালে খুব সুক্ষভাবে বিবেকের খোঁচাটুকু রেখে দিয়ে যায় আমুল। এবারেও তার অন্যথা হয়নি।
নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে বিজ্ঞাপন নিয়ে।
Read the full story in English