মাদ্রাস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনেটিকাল ইঞ্জিনিয়রিং পাশ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে যোগ দেন। তারপর যোগ দেন ইসরোতে।
মাদ্রাস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনেটিকাল ইঞ্জিনিয়রিং পাশ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে যোগ দেন। তারপর যোগ দেন ইসরোতে।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আজ জন্মদিন। দেশের মানুষের কাছে মিসাইল ম্যান হিসেবে পরিচিত আভুল পাকির জায়নুলআবদিন আব্দুল কালামের জনপ্রিয়তা ছিল দেশের বাইরেও। একুশ শতকের প্রথম সারির বিজ্ঞানীদের মধ্যে আব্দুল কালাম অন্যতম।
Advertisment
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-তে তাঁর অবদান উল্লেখ করার মতোই।
মাদ্রাস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনেটিকাল ইঞ্জিনিয়রিং পাশ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে যোগ দেন। তারপর যোগ দেন ইসরোতে।
Advertisment
বিজ্ঞানের পাশাপাশি লেখালিখিতেও তাঁর ছিল অসামান্য দক্ষতা। ছোট বড় মিলিয়ে ১৮ টি বই লিখেছিলেন আব্দুল কালাম। তার মধ্যে আত্মজীবনীমূলক বই উইংস অব ফায়ার এবং ইগনাইটেড মাইন্ড সারা দেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে। একটানা বেস্ট সেলারের তালিকায় থেকেছে দীর্ঘদিন। সঙ্গে লিখেছেন ২২ টি কবিতা এবং ৪টি গান। ২০১৫ সালের জুলাই মাসে শিলং আইআইটি তে বক্তব্য রাখার সময় মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির।
তিনি বলেছিলেন, "তোমার জন্য যে জায়গাটা ঠিক করা আছে, সেখানে পৌঁছনোর আগে পর্যন্ত লড়াই ছেড়ো না। জ্ঞান অর্জন করা থামিও না। পরিশ্রম করা থামিও না"।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন