অষ্টমী তিথির সময়কাল
মহাষ্টমী তিথি শুরু হবে ২১ অক্টোবর, শনিবার (৩ কার্ত্তিক), রাত ৯ টা ৫৫ মিনিটে।
অষ্টমী তিথি শেষ হবে ২২ অক্টোবর, রবিবার (৪ কার্ত্তিক) রাত ৮ টায়।
রাত ১০ টা ৫৮ মিনিট থেকে ১১ টা ৪৬ মিনিটের মধ্যে অর্ধরাত্রি বিহিত পুজো।
মহাষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময়কাল
মহাষ্টমীতে সকালের পুজোর সময়: ৭.৫১ মিনিট - ১০.৪১ মিনিট (অঞ্জলি দেওয়ার সময়কাল, পুজো শেষের আগে অঞ্জলি দেওয়া হয়। সেই হিসেবে স্থানীয়ভাবে সময় নির্ধারিত হয়।)
মহাষ্টমীতে দুপুরের পুজোর সময়: ১.৩০ মিনিট - ২.৫৫ মিনিট
মহাষ্টমীতে বিকেলের পুজোর সময়: ৫.৪৫ মিনিট - ৮.৫৫ মিনিট
সন্ধি পুজোর সময়: সন্ধে ৭.৩৫মিনিট - ৮.২২ মিনিট
আরও পড়ুন- কালরাত্রির দুর্গাসপ্তমী, বাঙালির কালী আর অবাঙালির কালীতে ফারাক কেন আর কোথায়?
কুমারী পুজো
কুমারী পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনূর্ধ্ব ১৬ বছরের অরজঃস্বলা কুমারী মেয়ের পূজা। এই পুজো দুর্গাপুজোর অঙ্গ। দেবী কুমারীরূপে বানাসুর অথবা কোলাসুরকে বধ করেছিলেন। এরপর থেকেই কুমারী পূজার প্রচলন হয়। সাধারণত সপ্তমী, অষ্টমী বা নবমীর মধ্যে এক বা একাধিক দিনে কুমারী পুজোর আয়োজন হয়ে থাকে। যোগিনীতন্ত্র, কুলরনবতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহশ্রমণ, তন্ত্রসর, প্রান্তসিনী ও পুরোহিতদর্পণে কুমারী পজোর উল্লেখ আছে। কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। পায়ে আলতা ও কপালে সিঁদুরের টিপ দেওয়া হয়। দেবীজ্ঞানে নানা (পাঁচরকম অথবা ১৬ রকম) উপাচারে পুজো করা হয়। বিভিন্ন শক্তিপীঠে বিশেষ করে কামরূপের কামাখ্যায় নিত্য কুমারী পূজা হয়। নেপালে আবার কুমারী দেবীর একটি আলাদা মন্দির আছে।
কুমারীদের বয়সভেদে নামকরণ
এক বছরের কন্যা — সন্ধ্যা
দুই বছরের কন্যা — সরস্বতী
তিন বছরের কন্যা — ত্রিধামূর্তি
চার বছরের কন্যা — কালীকা
পাঁচ বছরের কন্যা — সুভগা
ছয় বছরের কন্যা — উমা
সাত বছরের কন্যা — মালিনী
আট বছরের কন্যা — কুব্জিকা
নয় বছরের কন্যা — কালসন্দর্ভা
দশ বছরের কন্যা — অপরাজিতা
এগারো বছরের কন্যা — রূদ্রাণী
বারো বছরের কন্যা — ভৈরবী
তেরো বছরের কন্যা — মহালক্ষ্মী
চৌদ্দ বছরের কন্যা — পীঠনাযি়কা
পনেরো বছরের কন্যা — ক্ষেত্রজ্ঞা
ষোলো বছরের কন্যা — অন্নদা বা অম্বিকা
আরও পড়ুন- আজ এমন দিন, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য, জানেন কীভাবে?
সন্ধিপুজো
সন্ধি শব্দের অর্থ ‘মিলন’। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট আর নবমী তিথির প্রথম ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট সময়ে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পুজো- রাত ৭ টা ৩৬ মিনিট থেকে সন্ধিপুজো শুরু। রাত ৮টা গতে বলিদান। রাত ৮টা ২৪ মিনিটের মধ্যে সন্ধিপুজা সমাপন।সন্ধিপূজায় ১০৮টি পদ্মফুল লাগে। আর, ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো হয়।
আরও পড়ুন-কালরাত্রির দুর্গাসপ্তমী, বাঙালির কালী আর অবাঙালির কালীতে ফারাক কেন আর কোথায়?
সন্ধিপুজোর গুরুত্ব
দেবীর মহিষাসুর বধ, সন্ধিপূজা অর্থাৎ অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির আগমন দিয়ে বাঁধা আছে। এই দুই তিথির সংযোগস্থলে দেবী চামুণ্ডা রূপে অবতীর্ণ হন। এই রূপে দেবী মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড–কে আক্রমণ করেন এবং তাদের পরাজিত করেন। তারপর থেকেই দেবী চামুণ্ডা নামে পরিচিত হন। চণ্ড এবং মুণ্ডকে দেবী যে সন্ধিক্ষণে পরাজিত করেছিলেন, সেই মুহূর্তের কথা মাথায় রেখে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।