scorecardresearch

বড় খবর

অটল বিহারী বাজপেয়ী কোলে তুলে নিলেন: দেখুন ভিডিও

Atal Bihari Vajpayee Death News: প্রধানমন্ত্রী থাকাকালীন এক অনুষ্ঠানে বাজপেয়ী কোলে তুলে নিয়েছিলেন এক শিশুকে, দেখা যাচ্ছে এই ভিডিওতে।

অটল বিহারী বাজপেয়ী কোলে তুলে নিলেন: দেখুন ভিডিও
Atal Bihari Vajpayee: প্রাক্তন প্রধানমন্ত্রীর এই ভিডিওটি দেখে মুখে হাসি ফুটছে সবার

Atal Bihari Vajpayee: তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বৃহস্পতিবার মারা যাওয়ার পর, তাঁকে নানাভাবে স্মরণ করছেন নানাজন। উঠে আসছে বাজপেয়ীর নানা মুহূ্র্ত। তাঁর জনপ্রিয়তার বিবিধ কারণ স্মরণ করছেন বহু মানুষ। এবার সামনে এল এক ভিডিও।

সংবাদসংস্থা এএনআই এই ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন অটলবিহারী বাজপেয়ী। এ ঘটনা, ২০০৩ সালের। তাঁর প্রধানমন্ত্রী থাকাকালীন সাহসিকতা পুরস্কার বিতরণের এক অনুষ্ঠানে, ওই বাচ্চাটিকে কোলে তুলে নিয়েছিলেন তিনি। এ ঘটনায় সে শিশুও যে মজা পেয়েছিল, তাও বেশ বোঝা যাচ্ছে।

দেখুন সেই ভিডিও

এ ভিডিও সামনে আসতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। টুইটারাত্তিরা কী বলছেন, দেখে নিন।

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Atal bihari vajpayee news viral video former pm lifting a kid in bravery award ceremony