Advertisment

Ayushman Bharat: ৭০ বা তদোর্ধ্বদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা! 'আয়ুষ্মান' নিয়ে স্বপ্নের জাল বুনছে ভারত

Ayushman Bharat Health Insurance Scheme: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)-এর আওতায় ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ayushman Bharat, আয়ুষ্মান ভারত,

Ayushman Bharat: মন্ত্রিসভা এই প্রকল্পের সম্প্রসারণে সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই, ৭০ বছর বা তার বেশি বয়সি সকল নাগরিককে পরিবারপ্রতি ৫ লক্ষ টাকার বার্ষিক কভারেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। (ফাইল ছবি)

Ayushman Bharat Health Insurance for Senior Citizens: কেন্দ্রীয় মন্ত্রিসভা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY) সম্প্রসারণ করল। ৭০ বছর বা তার বেশি বয়সিদের স্বাস্থ্য কভারেজ দিতে, তাঁদের আয়ের স্তর নির্বিশেষে, এই পরিষেবা দেওয়ার কথা স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে। এই ঘোষণা দেশের স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনল। স্বাস্থ্যক্ষেত্রে এই পরিবর্তন ভারতের ক্রমবর্ধমান বার্ধক্যজনিত কারণে সমস্যায় থাকা নাগরিকদের উদ্বেগ কমাবে। যাঁরা সামাজিক নিরাপত্তাহীন বলে নিজেদের মনে করেন, চিকিৎসা সেবা, ওষুধ এবং থেরাপির উচ্চ খরচের কারণে তাঁদের রোগের চিকিৎসা করাতে পারছেন না, তাঁদেরও উদ্বেগ হ্রাস করবে।

Advertisment

বর্তমানে, এই প্রকল্প আয়ভিত্তিক এবং যোগ্য পরিবারের সকল সদস্যকে ৫ লক্ষ টাকা বার্ষিক কভারেজ দিচ্ছে। তবে, সেটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে। যাদের সংখ্যা ৪০ শতাংশেরও কম। সেই অবস্থান থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে ৭০ বছর বা তার বেশি বয়সি সকল নাগরিককে পরিবারপ্রতি ৫ লক্ষ টাকার বার্ষিক কভারেজ দেওয়ার কথা জানিয়েছে। সরকারি বিবৃতি অনুসারে, প্রকল্পটি সম্প্রসারণের ফলে ৪.৫ কোটি পরিবারের ৭০ বছর বা তদোর্ধ্ব ৬ কোটি লোক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। যোগ্য সুবিধাভোগীদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর একটি নতুন কার্ড দেওয়া হবে।

৭০ বছর বয়সি সকলেই কি এই প্রকল্প থেকে উপকৃত হবেন?

সরকার বলেছে যে ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরা এবং ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)-এর অধীনে থাকা পরিবারগুলো এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। যারা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS), প্রাক্তন কর্মী কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS), আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর মত অন্যান্য জনস্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা হয় তাঁদের চলতি প্রকল্পটি চালিয়ে যেতে পারেন। অথবা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)-কে বেছে নিতে পারেন। ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরা, যাঁরা বেসরকারি স্বাস্থ্যবিমা পলিসি বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের অধীনে রয়েছেন, তাঁরাও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন।

 

Ayushman Bharat Health Infrastructure health treatment PM senior citizen
Advertisment