Advertisment

Mother Teresa Quotes: মাদারের মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন

Saint Mother Teresa Quotes: ২০১৬, ভারতীয় সময় ১ টা বেজে ৫০ মিনিটে পোপের দেশের সেন্টহুডের অনুষ্ঠান। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে  ‘সন্ত’ ঘোষণা করা হল মাদার টেরিজায়৷ মাদার টেরিজা হলেন সেন্ট টেরিজা। মাদার টেরিজাকে ‘সন্ত’ ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস ৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Saint Mother Teresa Famous Quotes

Mother Teresa Quotes: ২০১৬, ভারতীয় সময় ১ টা বেজে ৫০ মিনিট, পোপের দেশের সেন্টহুডের অনুষ্ঠানে পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে ‘সন্ত’ ঘোষণা করা হল মাদার টেরিজাকে৷ মাদার টেরিজা হলেন সেন্ট টেরিজা। তাঁকে ‘সন্ত’ ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস ৷ এভাবেই একের পর এক সাফল্য ছুঁয়ে গিয়েছে তাঁকে। ১৯১০ সালের ২৬ অগাস্ট বর্তমানের ম্যাসিডোনিয়া রিপাবলিকের অন্তর্গত আলবেনিয়ার স্কোপজে শহরে জন্মগ্রহণ করেন এই মহীয়সী নারী। নাম অ্যাগনেস।

Advertisment

আরও পড়ুন: Teachers Day 2018 Wishes: এইদিনে শুভকামনা জানান শিক্ষককে

এরপরে ১৯২৮ সালে মাত্র ১৮ বছর বয়সে সংসার ত্যাগ করেন তিনি। যোগ দেন আয়ারল্যান্ডের লরেটো সন্ন্যাসিনীদের সংস্থায়। ১৯২৯ সালে ভারতের মাটিতে পা রাখেন মাদার।মতিঝিলে একটি বস্তি থেকে শুরু হয় মাদারের লড়াই। দারিদ্র্যের বিরুদ্ধে, অপুষ্টির বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে ভালবাসাকেই হাতিয়ার করে যুদ্ধে নামেন অ্যাগনেস ওরফে মাদার টেরিজা। প্রায় পঞ্চাশ বছর ধরে সেবাধর্মে যুক্ত থাকার পর  ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর, ৮৭ বছর বয়সে মৃত্যু হয় মাদারের। মৃত্যুর এত বছর পরেও তিনি আজও বেঁচে রয়েছেন অগণিত মানুষের মনের মনিকোঠায়। তাঁর দেখানো পথে আজও হাঁটেন বহু মানুষ। মৃত্যুদিনে রইল তাঁরই বলা কিছু উক্তি।

publive-image Saint Mother Teresa Famous Quotes

publive-image Saint Mother Teresa Famous Quotes

publive-image Saint Mother Teresa Famous Quotes

publive-image Saint Mother Teresa Famous Quotes

রইল আরও কিছু উদ্ধৃতি।

1. "I know God won't give me anything I can't handle. I just wish he didn't trust me so much."
2. "Live simply so others may simply live." (Often incorrectly attributed to Gandhi)
3. "I want you to be concerned about your next door neighbor. Do you know your next door neighbor?"
4. "Being unwanted, unloved, uncared for, forgotten by everybody, I think that is a much greater hunger, a much greater poverty than the person who has nothing to eat."
5. "We ourselves feel that what we are doing is just a drop in the ocean. But the ocean would be less because of that missing drop."
6. "Peace begins with a smile."

Advertisment