Bhai Phonta(Vai Fota 2024 Date and Shubh Muhurat): 'উৎসবের' দেশ ভারত । ১২ মাসে ১৩ পার্বন লেগেই থাকে। প্রতিটি দিনই আমাদের কাছে কোনো না কোনো কারণে 'বিশেষ'। চলছে উৎসবের মরসুম। সামনেই দিওয়ালি। তার পরেই ভাইফোঁটা। উৎসবের এই বিশেষ দিনগুলিকে আমরা সকলেই খুব আড়ম্বরে উদযাপন করি। বিশেষ এই দিনের উদযাপনের পিছনে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসই যে রয়েছে তা নয়, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে উৎসবের বিশেষ এই দিনটিকে সেলিব্রেট করা।
হিন্দু ধর্মে ভাই ফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। ভাই ও বোনের মধ্যে অটুট 'বন্ধন'কে উদযাপন করা হয় এই উৎসবে। বোনেরা ভাইদের কপালে মঙ্গল তিলক পরিয়ে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বিনিময়ে ভাইরা বোনদের উপহার দেয় এবং সারাজীবন যে কোন ধরণের বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। এবার কবে ভাইফোঁটা? তারিখ নিয়ে মানুষের মধ্যে রয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। কারণ চলতি বছর দীপাবলি ৩১শে অক্টোবর এবং ১লা নভেম্বর দু'দিন ধরে পালিত হচ্ছে।
প্রিয়জনকে জানান ধনতেরাসের শুভেচ্ছাবার্তা! সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন
কালীপুজো এবং দীপাবলির পর পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে, তাঁর শুভকামনা করেন বোন বা দিদি। এই বছর ২ নভেম্বর ২০২৪, রাত ৮:২১ মিনিট থেকে ৩ নভেম্বর ২০২৪, রাত ১০:০৫ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি রয়েছে। ভাইফোঁটার অপরাহ্ন কাল ৩ নভেম্বর ২০২৪, দুপুর ১:১৭ মিনিট থেকে বিকেল ৩:৩৮ মিনিট। এই দিনটি ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের সম্পর্কের প্রতীক।