Hair Care: বিনা রং-এ সহজেই কালো করে নিন আপনার চুল, দেখুন ঘরোয়া গোপন কায়দা

Black Seed Oil for Grey Hair: রং না করেই চুল কালো করতে চান? এই আয়ুর্বেদিক পদ্ধতিই ফেরাবে আপনার চুলের রং আর উজ্জ্বলতা। জানুন কীভাবে ফেরাবেন চুলের রং।

Black Seed Oil for Grey Hair: রং না করেই চুল কালো করতে চান? এই আয়ুর্বেদিক পদ্ধতিই ফেরাবে আপনার চুলের রং আর উজ্জ্বলতা। জানুন কীভাবে ফেরাবেন চুলের রং।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Hair Oil: হেয়ার অয়েল।

Hair Oil: হেয়ার অয়েল।

Hair Care Oil: আজকাল বয়সের আগেই চুল পেকে যাওয়ার সমস্যা খুব সাধারণ ব্যাপার। ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পরিবেশ দূষণ— সবকিছু মিলেই চুলের প্রাকৃতিক রং হারিয়ে ফেলেছেন অনেকে। বহু মানুষই এই সমস্যা ঢাকতে রং ব্যবহার করেন, কিন্তু রাসায়নিক রং চুলের গঠন নষ্ট করে দেয়, ফলে চুল হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং ভঙ্গুর। 

Advertisment

ব্যবহার করুন কালোজিরা তেল

এই সমস্যার প্রাকৃতিক সমাধান আছে ঘরেই। খুব সহজ কায়দায় আপনি কালোজিরা তেল (Black Seed Oil for Grey Hair) ব্যবহার করে চুলের স্বাভাবিক রং ফেরাতে পারেন। এটি একটি ঐতিহ্যবাহী ঘরোয়া কায়দা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজে লাগাচ্ছেন বহু মানুষই।

আরও পড়ুন- মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে

Advertisment

এই তেল তৈরি করতে লাগবে কালোজিরার তেল ১ কাপ, আমলকির গুঁড়ো লাগবে ১ টেবিল চামচ, কারিপাতার গুঁড়ো লাগবে ১ টেবিল চামচ। একটি পরিষ্কার ছোট পাত্রে এককাপ কালোজিরার তেল ঢালুন। এর মধ্যে এক টেবিল চামচ আমলকির গুঁড়ো এবং এক টেবিল চামচ কারিপাতার গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি এমন এক পাত্রে রাখুন, যার মধ্যে গরম জল আছে। তেল সরাসরি উনুনে গরম করবেন না। বরং ফুটন্ত জলের তাপে ধীরে ধীরে প্রায় দুই ঘণ্টা গরম হতে দিন। এরপর তেল ঠান্ডা করে বোতলে ভরে ফেলুন।

আরও পড়ুন- কলকাতার কাছেই হনিমুনের দুর্দান্ত ঠিকানা, কম খরচে সেরা ডেস্টিনেশন!

ব্যবহারের আগে তেল হালকা গরম করে নিন। আপনার চুলকে কয়েক ভাগে ভাগ করে আঙুলের সাহায্যে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর মাথা অন্তত ১–২ ঘণ্টা ওভাবে রেখে দিন। তারপর হালকা ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এই তেল ব্যবহার করলে ধীরে ধীরে চুলের রং এবং উজ্জ্বলতা ফিরে আসবে। কালোজিরার তেল (Black Seed Oil) চুলের গোড়ায় মেলানিন উৎপাদন বাড়ায়, যা চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি চুল পড়া কমায় এবং খুশকি প্রতিরোধ করে।

আরও পড়ুন- আপনার কিডনি কি ড্যামেজের দিকে? ভীষণ বিপদ বুঝবেন কীভাবে?

ভিটামিন সি-এ ভরপুর আমলকি চুলের পুষ্টি যোগায়, রং গাঢ় করে এবং চুলের গোড়ায় উজ্জ্বলতা আনে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন চুলের গোড়াকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কালোজিরার তেল, আমলকির গুঁড়ো এবং কারিপাতার গুঁড়ো শুধু চুলের স্বাভাবিক রং-ই ফিরিয়ে আনে না, বরং চুলকে করে আরও নরম, ঘন আর মজবুত।

আরও পড়ুন- পিঁপড়ের জ্বালায় অস্থির, মুক্তি চান? কাজে লাগান এই ৫ ঘরোয়া কায়দা!

এর পাশাপাশি চুল কালো রাখতে প্রতিদিন কিছু নিয়ম অভ্যাস করুন। যেমন- প্রতিদিন পর্যাপ্ত জলপান করুন এবং ভিটামিন বি১২ এবং আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চুলে অতিরিক্ত রাসায়নিক বা হিট টুল ব্যবহার এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখলে চুলের কোষ দ্রুত পুনরুজ্জীবিত হয়।

oil Hair Care