Advertisment

নখ ভাঙা নিয়ে চিন্তিত? এবার এর থেকে মুক্তি সহজেই

নখ যেন জলে ভেজা না থাকে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দাঁত দিয়ে নখ কাটা বন্ধ করুন

নখ ভাঙা নিয়ে অনেক মেয়েরাই ভীষণ আফশোস করেন। কেউ কেউ তো কান্নাকাটিও জুড়ে দেন। আর সামনেই পুজো। তার সঙ্গে এই বর্ষায় সহজেই চট করে নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কথায় বলে সুন্দর নখ হাতের মর্যাদা বাড়ায়। বড় সুন্দর পেটির নখ দেখতেও যেমন ভাল লাগে তেমনি সম্পূর্ণ এবং গোটা নখ নাকি ধৈর্য এবং মনের পরিচয়।

Advertisment

সুন্দর নখ মানে কি শুধুই ম্যানিকিওর? কিংবা নেইল এক্সটেনশন? একেবারেই না। নিজস্ব নখ যত্ন সহকারে রাখা কিন্তু এক সাংঘাতিক মানসিক ধৈর্যের পরিচয়। ছোট্ট কিছু ট্রিকস এবং টিপস যেগুলি আপনার নখকে সুন্দর রাখবে, তাহলে দেখে নি!

• নখ শুকনো এবং ব্যাকটেরিয়া ফ্রি রাখুন। বারবার নখ ধোয়া অভ্যাস করুন। অল্প একটু সাবান নিয়ে নখ প্রতিদিন ধোবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন নখ যেন ভাল করে শুকিয়ে যায়। সূর্যের আলোয় বেশ কিছুক্ষণ হাত পেতে নখ শোকাতে ভুলবেন না।

• ঘনঘন নেইলপলিশ পড়া বন্ধ করুন। সূর্যের আলো নখে লাগার প্রয়োজনীয়তা আছে। তাই অল্প সময়ের জন্য হলেও নখ খালি রাখুন।

• রসুনের কোয়া আঙুলের মাথায় ঘষতে থাকুন। বেশ কিছুক্ষণ পর লেবুর রস নখের মাথায় লাগিয়ে নিন, পরে হাত ভাল করে ধুয়ে নিন।

আরও পড়ুন < আজ থেকেই বই পড়ার অভ্যাস করুন, উপকারিতা জানলে অবাক হবেন >

• দাঁত দিয়ে নখ কাটা বন্ধ করুন। একদম এই কাজটি করবেন না। আপনার লালারস নখকে দুর্বল করে তোলে। তার সঙ্গে দিনের পর দিন এটি সাদা হতে থাকে। তাই মুখে আঙুল দেওয়া বন্ধ করুন।

• সারাদিনে একবার হ্যান্ড ক্রিম কিংবা প্রতিদিনের ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। নখের আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি। মাঝে মাঝে নারকেল তেল লাগাতে পারেন।

• অ্যালোভেরা পাল্প বেশ কিছুক্ষণ নখে লাগিয়ে রাখুন। কিছু সময় পর উষ্ণ জল দিয়ে হাত ধুয়ে নিন।

• টপ কোট লাগিয়ে রাখবেন নখে। এটি দরকার। এটি নখ ঘষে যাওয়া থেকে রক্ষা করে।

• একটি বিষয় মনে রাখবেন নখে কোনওরকম জেল জাতীয় কিছু লাগাবেন না। এটি নখ সহজেই নরম করে তোলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

homecare Nail care
Advertisment