Advertisment

BSNL Recharge Plans: অভাবনীয় অফার BSNL-এর! নামমাত্র খরচে ৮৪ দিন আনলিমিটেড ভয়েসকল, 'অফুরন্ত' ইন্টারনেট

BSNL Recharge Plans: বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম চড়া হারে বাড়িয়ে দিয়েছে। প্রথমে রিলায়েন্সের JIO দাম বাড়ানোর পরপরই এয়ারটেল, VI-এর মতো টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ বহুলাংশে বাড়িয়েছে। এদিকে, এরই মধ্যে মোবাইল ব্যবহারকারীদের একটি অংশ BSNL-এর দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিশেষ করে মফস্বলের একাধিক জায়গায় এখন BSNL-এর সংযোগ নেওয়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
jio airtel vi recharge plan price hike bsnl

BSNL: বাজার ধরতে দারুণ প্ল্যান নিয়ে এল বিএসএনএল।

BSNL New Recharge Plans: JIO, এয়ারটেল এবং VI-এর মত বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। এবার আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পেতে ও দেদার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মোটা টাকা খসছে আম আদমির। ঠিক এই আবহে টেলিকম বাজার ধরতে মারকাটারি রিচার্জ প্ল্যান এনেছে BSNL। বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানেরৃ থেকে অনেক কম দামে প্ল্যান এনে বাজার ধরার মরিয়া চেষ্টায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL।

Advertisment

টেলিকম দুনিয়ায় সাড়া জাগানো প্ল্যান নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। ৮৪ দিনের রিচার্জ প্লানে মারকাটারি সব সুবিধা দিচ্ছে এই টেলিকম সংস্থা। কম দামে যারা তিন মাসের জন্য টানা কথা ও ইন্টারনেটের সুবিধা মোবাইল ফোনে চালু রাখতে চান তারাই এই প্ল্যানের কথা ভাবতেই পারেন।

কী আছে BSNL-এর ৮৪ দিনের এই রিচার্জ প্ল্যানে?

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের 84 দিনের এই প্ল্যানের নাম দিয়েছে STV 599। দুরন্ত এই প্ল্যানে মিলবে ৮৪ দিন আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ৫ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুবিধা। এছাড়াও দৈনিক ১০০টি করে ফ্রি SMS পাঠানোর সুবিধাও পাওয়া যাবে বিশেষ এই প্ল্যানে।

আরও পড়ুন- Harassment in office: অফিসে লাগাতার পেছনে লাগছে কেউ? ঝামেলা নয়, সহজ এই কাজেই পান মুক্তি

আরও পড়ুন- High Heel Side Effects: হিল জুতো পরেন? অজান্তেই কী মারাত্মক ক্ষতি ডেকে আনছেন জানেন?

সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের রেট চড়া হারে বাড়িয়েছে। প্রথমে রিলায়েন্সের JIO দাম বাড়ানোর পরপরই এয়ারটেল, VI-এর মতো টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ বহুলাংশে বাড়িয়েছে। এদিকে, এরই মধ্যে মোবাইল ব্যবহারকারীদের একটি অংশ BSNL-এর দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিশেষ করে মফস্বলের একাধিক জায়গায় এখন BSNL-এর সংযোগ নেওয়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। এই আবহে BSNL-এর ৮৪ দিনের এই দারুণ রিচার্জ প্ল্যান নয়া চমক নিয়ে হাজির বাজারে।

bsnl plan mobile bsnl
Advertisment