Advertisment

BSNL Recharge Plans: কল্পনাই করতে পারবেন না! নামমাত্র টাকায় আনলিমিটেড কল, দেদার ইন্টারনেটের সুবিধা BSNL-এর

BSNL New Plans: Jio, Airtel ও Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। যার জেরে আম আদমি পড়েছেন দারুণ সমস্যায়। অনেকেই তাই সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর দিকে ঝুঁকেছেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
BSNL prepaid plans with 365 days validity and plenty of data, বিএসএনএল

BSNL: গ্রাহক স্বার্থে দুরন্ত প্ল্যান নিয়ে এল BSNL।

BSNL Recharge Plans: গ্রাহক স্বার্থে বাম্পার অফার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর। Jio, Airtel ও Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে অনেকেই তাই ঝুঁকেছেন BSNL-এর দিকে। এবার গ্রাহকদের চাহিদা মেটাতে দীর্ঘ বৈধতা এবং প্রচুর ডেটা সহ প্রিপেইড প্ল্যানের পরিষেবা নিয়ে এল BSNL।

Advertisment

BSNL-এর ২৩৯৯ টাকা এবং ২৯৯৯ টাকার প্ল্যানে আকর্ষণীয় সব অফার মিলছে। একগুচ্ছ সুবিধা-সহ ১ বছর ভ্যালিডিটি মিলবে। রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করে দিলে এই পরিষেবা আরও বেশি জনপ্রিয় হবে বলে সংস্থার কর্তারা আশাবাদী।

BSNL-এর ২৩৯৯ টাকার প্ল্যান:

২৩৯৯ টাকার প্ল্যানটি যদিও কোনও নতুন অফার নয়। এক্ষেত্রে দৈনিক ২ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অফুরন্ত ডেটা ব্যবহারের সুযোগের পাশাপাশি গ্রাহকরা সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে প্রতিদিন ১০০টি করে নিখরচায় SMS পাানোর সুযোগ মিলবে।

আরও পড়ুন- Check BSNL Network: আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন? সহজ এই কাজেই জানুন ঝটপট

এছাড়াও BSNL এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত করেছে। ব্যবহারকারীরা ৩০ দিনের জন্য ব্যক্তিগতকৃত রিং ব্যাক টোন (PRBT)-এর সুবিধা পাবেন। গ্রাহকরা ৩০ দিনের জন্য EROS Now বিনোদন পরিষেবাও বিনামূল্যে পাবেন এই বিশেষ প্ল্যানে। সিনেমা এবং টিভি শোগুলির একটি বিশাল লাইব্রেরি মুঠোয় মিলবে। তাছাড়াও এই প্ল্যানে লোকধুন-এর ৩০ দিনের সাবস্ক্রিপশন রয়েছে।

আরও পড়ুন- BSNL Recharge Plans: বাম্পার অফার BSNL-এর! নামমাত্র খরচে ১ মাস আনলিমিটেড কল আর ‘অফুরন্ত’ ইন্টারনেট!

BSNL-এর ২৯৯৯ টাকার প্ল্যান:

যারা আরও বেশি ডেটা চান, তাদের জন্য BSNL ২৯৯৯ টাকার প্ল্যান এনেছে। দৈনিক ৩ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ মিলবে বিশেশ এই প্ল্যানে। ব্যবহারকারীদের জন্য ব্রাউজিং, স্ট্রিমিং এবং যোগাযোগের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত ডেটা রয়েছে এই প্ল্যানে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা-সহ প্রতিদিন ১০০টি করে SMS নিখরচায় পাঠাতে পারবেন গ্রাহকরা। সারা বছর ধরে তাদের ডিজিটাল অভিজ্ঞতার সর্বাধিক ব্যবহার করতে পারেন। ২৩৯৯ টাকার প্ল্যানের মতোই এই প্ল্যানটিও ৩৬৫ দিনের।

আরও পড়ুন- BSNL internet speed: রকেট গতিতে ছুটবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকরা ফোনে শুধু করুন এই কাজটি

BSNL recharge plan bsnl plan bsnl
Advertisment