BSNL: Jio, এয়ারটেল ও Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের রিচার্জ প্ল্যানের দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। যার জেরে একেবারে সাধারণ মানুষ পড়েছের ঘোরতর সমস্যায়। সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে অনেকেই এখন ঝুঁকেছেন রাষ্টায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর দিকে। এই সুযোগে বাজার ধরতে এবার তাই মারকাটারি প্ল্যান নিয়ে এসেছে BSNL।
BSNL-এর নয়া প্ল্যানে কী সুবিধা?
BSNL-এর এই প্ল্যানে মাত্র ৭৯৭ টাকা খরচ করলেই আপনি একটানা ৩০০ দিন পর্যন্ত ফোনে কথা বলতে পারবেন। Jio, এয়ারটেলের মতো সংস্থাগুলি ৭০০ টাকার বেশি প্ল্যানে মাত্র ৫০ থেকে ৫৬ দিন কথা বলার সুযোগ দিচ্ছে।
তবে এবার BSNL-এর ৭৯৭ টাকা রিচার্জ করলেই একটানা ৩০০ দিন পর্যন্ত অবাধে কথা বলার সুযোগ মিলবে। তবে এই প্ল্যানিটিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলবে না। শুধুমাত্র অবাধে অফুরন্ত কথা বলতেই এই প্ল্যান ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- Check BSNL Network: আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন? সহজ এই কাজেই জানুন দ্রুত
আরও পড়ুন- Electricity Bill: হঠাৎ করে বিদ্যুতের বিল বেশি এসেছে? দুচিন্তা ছাড়ুন! সহজ এই কাজেই পান মুক্তি
আরও পড়ুন- Rice & Roti Dinner: রুটি না ভাত? বেশি দিন সুস্থ শরীরে বাঁচতে প্রতি রাতে কোনটা খাবেন?
BSNL-এর এই বিশেষ প্ল্যানে সীমাহীন লোকাল, STD এবং রোমিং কল সহ ৩০০ দিনের বৈধতা রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা এবং ১০০টি SMS-এর সুবিধা মিলবে। তবে খারাপ খবর হল এই যে ৬০ দিন পরে, প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের মেয়াদ শেষ হয়ে যাবে।