scorecardresearch

তলোয়ার দেখেই পোঁ পাঁ দৌড় ডাকাতদের

“যেই মুহূর্তে চারজন ডাকাত দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা তখনই ওদের দিকে ছুটে যাই। ওদের একজনের হাতে বন্দুকও ছিল। কিন্তু আমার মূল চিন্তা ছিল, যে করেই হোক ওদের আটকাতেই হবে”।

তলোয়ার দেখেই পোঁ পাঁ দৌড় ডাকাতদের

কথায় বলে, চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু এদের বুদ্ধি বেড়েছিল ঠিক সময়েই। চার ডাকাত মিলে হানা দিয়েছিল কানাডার এক সোনার দোকানে। দোকানের কাঁচ ভেঙ্গে যেই না ভেতরে ঢোকার চেষ্টা করেছে ডাকাত দল, অমনি তলোয়ার হাতে তাদের পাল্টা আক্রমণ করে ডাকাতির হাত থেকে দোকানকে বাঁচায় দোকানেরই কর্মীরা।

অশোক জুয়েলার্সের মালিকের ছেলে অর্জুন জানিয়েছেন, “যেই মুহূর্তে চারজন ডাকাত দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা তখনই ওদের দিকে ছুটে যাই। ওদের একজনের হাতে বন্দুকও ছিল। কিন্তু আমার মূল চিন্তা ছিল, যে করেই হোক ওদের আটকাতেই হবে”।

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ভিডিও দেখে অবশ্য রোমাঞ্চিত হওয়ার বদল দম ফেটে হাসিও পেতে পারে আপনার। দোকানের এক কর্মী তলোয়ার নিয়ে ডাকাত দলকে আক্রমণ করতে গিয়ে নিজেই পড়ে গেলেন দুম করে। কিন্তু পড়ে গিয়েও দিব্যি সামলে নিলেন।

সশস্ত্র ডাকাত বাহিনীর সামনে ভিডিও দেখে এই একই পথ অনুসরণ যেন কেউ না করেন, সে ব্যাপারে সাবধান করেছে পুলিশ।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Canadian jewellery store staff use swords to fend off robbers