কথায় বলে, চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু এদের বুদ্ধি বেড়েছিল ঠিক সময়েই। চার ডাকাত মিলে হানা দিয়েছিল কানাডার এক সোনার দোকানে। দোকানের কাঁচ ভেঙ্গে যেই না ভেতরে ঢোকার চেষ্টা করেছে ডাকাত দল, অমনি তলোয়ার হাতে তাদের পাল্টা আক্রমণ করে ডাকাতির হাত থেকে দোকানকে বাঁচায় দোকানেরই কর্মীরা।
অশোক জুয়েলার্সের মালিকের ছেলে অর্জুন জানিয়েছেন, “যেই মুহূর্তে চারজন ডাকাত দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা তখনই ওদের দিকে ছুটে যাই। ওদের একজনের হাতে বন্দুকও ছিল। কিন্তু আমার মূল চিন্তা ছিল, যে করেই হোক ওদের আটকাতেই হবে”।
ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
A #Mississauga jewelry store fended off a would-be robber with swords https://t.co/IgbyqwVlcU pic.twitter.com/zlzEQAhA0l
— blogTO (@blogTO) November 22, 2018
Here’s the robbery attempt from the surveillance camera outside the store.
You can see four people trying to break in through the window.
Store owner tells me everyone is okay. @globalnewsto pic.twitter.com/8YNVZLkk7v— Kamil Karamali (@KamilKaramali) November 22, 2018
The robbers think the owners have run off….nope they only went and got their swords to fight them off …..good for them???? https://t.co/DWA13IxObf
— Shils ???? (@ShilsHakki) November 23, 2018
ভিডিও দেখে অবশ্য রোমাঞ্চিত হওয়ার বদল দম ফেটে হাসিও পেতে পারে আপনার। দোকানের এক কর্মী তলোয়ার নিয়ে ডাকাত দলকে আক্রমণ করতে গিয়ে নিজেই পড়ে গেলেন দুম করে। কিন্তু পড়ে গিয়েও দিব্যি সামলে নিলেন।
Samurai jeweler. pic.twitter.com/HwOtWueRLP
— RG (@RAGarcia1492) November 23, 2018
When you go to rob the jewelry store and tell em make me grill, but the dude behind the counter is a ninja. 🙂https://t.co/sNPpqFLedm https://t.co/n109ry38i9
— StillMe (@dutchess_becky) November 23, 2018
সশস্ত্র ডাকাত বাহিনীর সামনে ভিডিও দেখে এই একই পথ অনুসরণ যেন কেউ না করেন, সে ব্যাপারে সাবধান করেছে পুলিশ।
Read the full story in English