HUG DAY 2025: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের এই বিশেষ দিনে ভালবাসার স্রোতে ভাসতে চান সকলেই। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভ্যালেন্টাইন্স উইক প্রতিটি প্রেমিক-প্রেমিকা, দম্পতির কাছে স্পেশ্যাল। সকলেই চান ভালবাসার এই সপ্তাহটা নিজের কাছের মানুষের সঙ্গে একেবারে অন্যরকম ভাবে কাটাতে। সেই উপলক্ষ্যে আগে ভাগেই সেরে রাখা হয় নানান প্ল্যানিং।
৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভ্যালেন্টাইন্স উইকের আজ ষষ্ঠ দিন এবং বিশ্বজুড়ে আজ পালন করা হয়েছে আলিঙ্গন দিবস। এরপর ১৪ই ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইন্স ডে'তে প্রেমের জোয়ারে গা ভাসাবেন সকলেই।
যদিও ভালোবাসা সপ্তাহের প্রতিটি দিনই প্রেমিক-প্রেমিকা বা দম্পতিদের জন্য স্পেশ্যাল আপনি যদি বিবাহিত হন এবং আপনার স্ত্রীর জন্য আজকের HUG DAY-তে বিশেষ কোন উপহার দিতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটি বেছে আনতে আনতে হবে। কিন্তু এর পাশাপাশি, আপনার স্ত্রীর আর্থিক নিরাপত্তার দিকটি মাথায় রাখাটাও জরুরি।
আপনি আজকের এই বিশেষ দিনে আপনার স্ত্রী'র নামে একটি এফডি ওপেন করতে পারেন। বা কোন বিনিয়োগ আপনি আজকের এই বিশেষ দিনে স্ত্রী'র নামে করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার স্ত্রীর আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন। আপনি কোন এলআইসি পলিসি বা মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। নমিনি অবশ্যই আপনার স্ত্রী'কে রাখুন।
আলিঙ্গন উষ্ণতা এবং ভালোবাসার প্রতীক। যে কারণে তা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিছু মানুষের কাছে, প্রিয় মানুষকে আলিঙ্গনের মাধ্যমে সকল প্রকারে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কাছের মানুষকে আলিঙ্গনের মাধ্যমে অনুভূতি সরাসরি এবং খোলামেলাভাবে তাকে জানানোর সবচেয়ে সেরাউপায় হতে পারে। আলিঙ্গন দিনের চাপ এবং উদ্বেগের অবসান ঘটায়।
কাছের মানুষকে উপহার দেওয়ার কোনও বিশেষ দিন হয় না। আবার বিশেষ দিন এলেই যে উপহার দিতে হবে এমন কোনও কথা নেই। তবে, কথায় বলে সারপ্রাইজ পেলে কার না ভাল লাগে? ছোটছোট উপহার তাও আবার বিশেষ দিনে, এক আলাদাই আনন্দ এনে দেয়।
আজ আলিঙ্গন দিবসে আপনি যদি আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে বিশেষ উপহারের মাধ্যমে চমকে দিতে চান তাহলে দেখে নিন কোন কোন উপহার আপনি আপনার প্রিয় মানুষটিকে দিতে পারেন?
পছন্দ নিয়ে ছেলেরা কিন্তু বরাবরই খুঁতখুঁতে। শার্টের ক্ষেত্রে সাদা, নীল এবং কালো আবার কিছু কিছু সময় ডার্ক মেরুন, গ্রে এই রঙ গুলি ছেলের দারুণ পছন্দের। এই রঙের শার্ট অথবা বুটিকের পাঞ্জাবি উপহার হিসেবে দিতেই পারেন। এখন নানা রঙের সুন্দর মন মাতানো ডিজাইনের পাঞ্জাবি রীতিমত তাক লাগিয়ে দেয়। তাই পাঞ্জাবি বা শার্ট হতেই পারে একটি দারুণ গিফট আইডিয়া।
ভাল কোনও ব্র্যান্ডের ওয়ালেট কিংবা বেল্ট গিফট হিসেবে দিতে পারেন। যদি তিনি ভ্রমনে আগ্রহী হন তবে, ব্যাগপ্যাক গিফট দিতে পারেন।
ক্যান্ডেল-লাইট ডিনার হতে পারে আজকের দিনের একটি নিখুঁত উপহার। নিজে সাজিয়ে গুজিয়ে সেই প্রস্তুতি নিতে পারেন। আবার কোনও হোটেল বুক করতে পারেন। পছন্দ আপনার। তবে কছের মানুষকে আজকের এই বিশেষ দিনে জড়িয়ে ধরে সারপ্রাইজটা দিলে মন্দ হয় না।
প্রেমিকা অথবা জীবন সঙ্গিনীকে এই উপহার দিতেই পারেন
আপনি যদি আপনার আবেগকে সুন্দরভাবে প্রকাশ করতে চান, তাহলে একটি আজকের দিনে একটি রোমান্টিক প্রেমপত্র লিখে তাকে দিন অথবা সম্পর্কের সুন্দর স্মৃতি সম্বলিত একটি স্ক্র্যাপবুক তৈরি করুন। যা আপনার সঙ্গিনীকে খুশি করবে।
আজকের এই বিশেষ দিনে আপনার কাছের মানুষের জন্য কাস্টমাইজড গিফট বক্স তৈরি করে নিতে পারেন। যার মধ্যে চকলেট, সুগন্ধি, ফটো ফ্রেম, প্রেম পত্র সহ সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস রাখুন।
বই উপহার হিসেবেও কিন্তু দারুণ। আপনার প্রেমিকা বা সঙ্গিনী যদি বই পড়তে ভালবাসেন তাহলে আজকের দিনে আপনি তাকে একটি সুন্দর বই উপহার দিতে পারেন। আর সেটা যদি হয় রোম্যান্টিক নভেল তাহলে তো আর কোন কথাই নেই।
উইকেন্ড ট্রিপ হতে পারে দারুণ গিফট। একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে দুজনের মধ্যে বন্ডিং আরও কিছুটা দৃঢ় হবে। পাশাপাশি বাড়বে সম্পর্কে গভীরতা।
ডায়মন্ড রিং হতে পারে সেরা গিফট আইডিয়া। সোনার দাম যখন আকাশছোঁয়া তখন মানুষ ডায়মন্ড বা প্ল্যাটিনামের গহনার দিকে বেশি করে ঝুঁকছেন। আজকের প্রেমের এই বিশেষ দিনে আপনি আপনার সঙ্গিনীকে একটি দুর্দান্ত ডায়মন্ড রিং উপহারের মাধ্যমে তাক লাগিয়ে দিতে পারেন।
আপনার থেকে আপনার প্রেমিকা যদি দূরে থাকেন তাহলে আপনি সারপ্রাইজ ডিনার তাকে উপহার দিতে পারেন। এরজন্য আপনি তার ঠিকানায় অনলাইন খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে তার পছন্দের খাবার ডিনারের জন্য বুক করতে পারেন।
পছন্দের মানুষটি যদি শপিং করতে ভালবাসেন তাহলে আপনি আজকের এই বিশেষ দিনে তাকে এথনিক ড্রেস থেকে ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্ন ড্রেস উপহার দিকে চমকে দিতে পারেন। এর পাশাপাশি আপনি আপনার প্রেমিকাকে আজকের এই বিশেষ দিনে ইন্ডোর প্ল্যান্টও উপহার দিয়ে প্রেমে সবুজ বিপ্লব নিয়ে আসতে পারেন।