Chaitra Navratri 2024 Day 4: হাসি দিয়েই সৃষ্ট করেছেন বিশ্ব, সূর্যদেবতার উপাস্য কুষ্মাণ্ডা, পূজিতা নবরাত্রির চতুর্থ দিনে

Chaitra Navratri 2024 Day 4 Maa Kushmanda Puja: ‘কু’ শব্দের অর্থ কুৎসিত আর ‘উষ্মা’ শব্দের অর্থ ‘তাপ’; ‘কুষ্মা’ শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখহরণকারী দেবী। সেই দেবী যিনি জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন। তাই দেবীর নাম ‘কুষ্মাণ্ডা’।

Chaitra Navratri 2024 Day 4 Maa Kushmanda Puja: ‘কু’ শব্দের অর্থ কুৎসিত আর ‘উষ্মা’ শব্দের অর্থ ‘তাপ’; ‘কুষ্মা’ শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখহরণকারী দেবী। সেই দেবী যিনি জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন। তাই দেবীর নাম ‘কুষ্মাণ্ডা’।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Chaitra Navratri 2024 Day 4 Maa Kushmanda Puja: নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার পূজা হয়

Chaitra Navratri 2024 Day 4: নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার পূজা হয়। (ছবি- ফেসবুক)

Chaitra Navratri 2024 in Bengali: নবরাত্রিতে দেবী দুর্গার যে চতুর্থ রূপের বন্দনা করা হয়, সেই রূপ হলেন- দেবী কুষ্মাণ্ডা। দেবী অষ্টভুজা। তার ডান দিকের চার হাতে থাকে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডলু। বাম দিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস ও জপমালা। তাঁর বাহন সিংহ (কাশীতে বাঘ)।

Advertisment

কাশীতে দেবী কুষ্মাণ্ডার মন্দির অতি বিখ্যাত। দেবী কাশীতে দুর্গা নামেই পরিচিতা। কথিত আছে, তিনি কাশীর দক্ষিণ দিকের রক্ষয়িত্রী। কাশীখণ্ড-এ অসি নদীর সঙ্গমস্থলে দেবী কুষ্মাণ্ডার অধিষ্ঠান। দেবীর মন্দিরটি বেশ বড় আর বহুচূড়াবিশিষ্ট। লাল পাথরের তৈরি সুদৃশ্য এই মন্দিরের কাছেই রয়েছে কাশীর বিখ্যাত তীর্থ দুর্গাকুণ্ড। মূল মন্দিরের গর্ভগৃহে দেবী কুষ্মাণ্ডার পশ্চিমমুখী দুই হাত উঁচু বিগ্রহ আছে। কাশীর এই মন্দিরে নিয়মিত বলিদান হয়। এছাড়া কালরাত্রি মন্দিরেও বছরে একবার বলি হয়। শারদীয়া ও বাসন্তী নবরাত্রির চতুর্থীর দিন এই মন্দিরে প্রচুর ভক্ত সমবেত হন।

Maa Kushmanda Katha: দেবী কুষ্মাণ্ডার কাহিনি
‘কু’ শব্দের অর্থ কুৎসিত আর ‘উষ্মা’ শব্দের অর্থ ‘তাপ’; ‘কুষ্মা’ শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখহরণকারী দেবী। সেই দেবী যিনি জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন। তাই দেবীর নাম ‘কুষ্মাণ্ডা’। যেমন মহাদেব সমুদ্রমন্থনের সময় সমস্ত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছেন, তেমনই আদ্যাশক্তি জগজ্জননী দুর্গা জগতের সর্বপ্রকার জ্বালা-যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেন। দূরিতবারিণী, ত্রিতাপহারিণী দেবীর নাম তাই, 'কুষ্মাণ্ডা'। দেবী কুষ্মান্ডা, তাঁর হাসি দিয়েই মহাবিশ্ব সৃষ্টি করেছেন বলে পুরাণে কথিত আছে। তিনি সূর্য দেবতার উপাস্য। দেবী তাঁর হাসি দিয়েই সমস্ত অন্ধকার দূর করে থাকেন।

Maa Kushmanda Puja Vidhi: দেবী কুষ্মাণ্ডার পূজাবিধি
নবরাত্রির চতুর্থ দিনে সাধক নিজের মনকে অনাহত চক্রে রেখে দেবী কুষ্মাণ্ডার পূজা করেন। দেবীর পূজায় রোগশোক দূর হয়। দেবীর আরাধনায় ভক্ত আয়ু, যশ, বল এবং আরোগ্য লাভ করেন। মনে করা হয়, দেবী কুষ্মাণ্ডা অল্প পূজাতেই সন্তুষ্ট হন। এই দেবীর পূজায় কুষ্মাণ্ড (কুমড়ো) বলি দেওয়ার রীতি আছে।

Advertisment

আরও পড়ুন- প্রচণ্ড ধ্বনিতে দূর করেন ভৌতিক, জাগতিক বাধা-বিপত্তি, অপার মহিমা দেবী চন্দ্রঘণ্টার

Maa Kushmanda Mantra: দেবী কুষ্মাণ্ডার মন্ত্র
সুরাসম্পূর্ণ কলশং রুধিরাপ্লুতমেব চ।
দধানা হস্তপদ্মাভ্যাং কুষ্মাণ্ডা শুভদাস্তু মে।।
ইয়া দেবী সর্বভূতেষু দেবী কুষ্মাণ্ডা রূপেন সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমোঃ।।

Maa Kushmanda Bhog: দেবী কুষ্মাণ্ডার ভোগ
দেবী কুষ্মার ভোগের মধ্যে রয়েছে- বিভিন্ন মরশুমি ফল, মিষ্টি, অন্ন, কুমড়ো এবং শাক ও সবজির তরকারি।

Temple Durga Puja durga pujo work pujo