Advertisment

Chaitra Navratri 2024 Day 8: চাইলেই মেলে আয়ু থেকে যশ, দেবী মহাগৌরীর প্রতি ভক্তদের আকুলতা তাই অপরিসীম

Chaitra Navratri 2024 Day 8 Maa Mahagauri Puja: ভগবান ব্রহ্মা দেবী পার্বতীকে হিমালয়ের মানসরোবরে স্নান করতে বলেছিলেন। ব্রহ্মদেবের পরামর্শে দেবী পার্বতী ওই সরোবরে স্নান করেন। স্নানের পর তাঁর ত্বক মুহূর্তে ফরসা বর্ণ ফিরে পায়। দেবী জুঁই ফুলের মত সাদা হয়ে যান।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Durga-Mahagouri

Durga-Mahagouri: অষ্টমী তিথিতে দেবীর আরাধনা করা হয়। (ছবি- ফেসবুক)

Chaitra Navratri 2024 in Bengali: নবদুর্গার মধ্যে মহাগৌরী হল মহাদেবীর অষ্টম রূপ। নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। হিন্দুধর্ম অনুযায়ী, মহাগৌরী তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। দেবীর আরাধনা করলে সুখ এবং সৌভাগ্য লাভ হয়। সুসন্তান প্রাপ্তি হয়। এবছর, ২০২৪ সালের চৈত্র নবরাত্রিতে দেবী মহাগৌরীর আরাধনার তিথি বা অষ্টমী পড়েছে ১৬ এপ্রিল।

Advertisment

Maa Mahagauri Puja Vidhi: দেবী মহাগৌরীর পূজাবিধি

সকালে স্নান করার পরে দেবী মহাগৌরীর ধ্যান এবং প্রার্থনা করতে হয়। দেবীকে সিঁদুর ও চন্দনের ফোঁটা পরানো হয়। দেবীকে ভোগ নিবেদন করা হয়। জল নিবেদন করা হয়। পুষ্পাঞ্জলি দেওয়া হয়। দেবীর পূজামন্ত্র পাঠ করতে হয়। সঙ্গে দুর্গা সপ্তশতীও পাঠ করার রীতি প্রচলিত রয়েছে।

Maa Mahagauri Mantra: দেবী মহাগৌরীর মন্ত্র

শ্বেতে বৃষে সমারূঢ়া শ্বেতাম্বরধরা শুচিঃ।

মহাগৌরী শুভং দধ্যান্মহাদেব প্রমোদদা।।

ইয়া দেবী সর্বভূতেষু মহাগৌরী রূপেন সংস্থিতা।

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

ওঁ দেবী মহাগৌরায়ৈ নমঃ।

Maa Mahagauri Katha: দেবী মহাগৌরীর কাহিনি

দেবী মহাগৌরী গৌরবর্ণা। তিনি একটি ষাঁড়ের ওপর আসীন। তাঁর ডান হাতে থাকে ধ্যান মুদ্রা। বাম হাতে থাকে একটি ত্রিশূল। দেবীশক্তি দয়াবতী। তিনি শান্তিতে সর্বত্র পূর্ণ রাখেন।। দেবী তাঁর ভক্তদের আত্মোপলব্ধি করতে এবং সত্যের পথে যেতে সাহায্য করেন। মহাদেবী সাদা রঙের পোশাক পরেন। সেই কারণে দেবী শ্বেতাম্বরধরা নামেও পরিচিতা। তিনি একটি ডমরুও ধারণ করেন। তাঁর অন্য হাতে থাকে অভয় মুদ্রা। পুরাণ অনুযায়ী, সমস্ত রাক্ষসকে পরাজিত করার পর দেবী পার্বতীর গায়ের চামড়া কালো হয়ে গিয়েছিল। এই কারণে ভগবান ব্রহ্মা দেবী পার্বতীকে হিমালয়ের মানসরোবরে স্নান করতে বলেছিলেন। ব্রহ্মদেবের পরামর্শে দেবী পার্বতী ওই সরোবরে স্নান করেন। স্নানের পর তাঁর ত্বক মুহূর্তে ফরসা বর্ণ ফিরে পায়। দেবী জুঁই ফুলের মত সাদা হয়ে যান। তিনি সাদা রঙের পোশাক পরেন। তাঁকে দেখতে ৯ বছরের শিশুর মত দেখায়।

আরও পড়ুন- উগ্ররূপা দেবী কালরাত্রিই করেন গ্রহদোষ নিবারণ, দেন কাঙ্ক্ষিত বর

Maa Mahagauri Bhog: দেবী মহাগৌরীর ভোগ

দেবী মহাগৌরীকে খুশি করতে নবরাত্রির অষ্টম দিনে নারকেল বরফি ভোগ দেওয়ার প্রথা চালু আছে। এই ভোগ দিলে, জীবনে মধুরতা এবং সুখ ও সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস। পাশাপাশি, নানারকম ফল, সবজি, ভাজা, অন্নভোগও দেবীকে দেওয়া হয়। সঙ্গে, নারকেলের নাড়ু দেওয়ারও চল রয়েছে।

Durga Puja durga pujo work pujo
Advertisment