Advertisment

প্রণব-কন্যার বইয়ে ফাঁস কিছু তথ্য, রাহুলের রাজনৈতিক ব্যর্থতার কি এটাই কারণ?

চাণক্যের কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Chanakya

বর্তমান ভারতীয় রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায়কে অনেকে কংগ্রেস রাজনীতির চাণক্য বলে মনে করতেন।

দেশের বর্তমান রাজনীতিতে রাহুল গান্ধী, নেহরু-গান্ধী পরিবারের মূল ধারার শেষ উত্তরসূরি। একথা আপাতত বলাই যায়। কারণ, রাহুলের বোন প্রিয়াঙ্কা শুধু গান্ধীই নন। পাশাপাশি তিনি বঢড়াও। কংগ্রেসে গান্ধী পরিবারের আসন যেখানে, সেই জায়গার ক্যাপ্টেনসি প্রিয়াঙ্কার হাতে গেলে কংগ্রেসে শুরু হবে গান্ধী-বঢড়া যুগ। সেকথা মাথায় রেখে, কংগ্রেস নেতাদের একাংশ চান দলে নেহরু-গান্ধী ধারা ধরে রাখতে। রাজনীতির দুনিয়ায় রাহুল গান্ধীকে সফল দেখতে। কিন্তু, ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধী এখনও পর্যন্ত তেমন কোনও ধারাবাহিকতা দেখাতে পারেননি। তাঁর সফলতায় কংগ্রেস সফল, দলে সেই প্রভাবও তৈরি করতে পারেননি। এর পিছনে নানা মুনির নানা মত।

Advertisment

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনেও কংগ্রেস সেভাবে সাফল্য পায়নি। দক্ষিণের তেলেঙ্গানায় দল যে সাফল্য পেয়েছে, তার পিছনে রাহুলের চেয়েও প্রদেশ কংগ্রেস নেতাদের কৃতিত্ব দিচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে ফের জাতীয় রাজনীতির চর্চায় ফিরে এসেছেন রাহুল গান্ধী। কারণটা হল, দেশের ১৩তম রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। তাঁর ডায়েরিতে লিখে যাওয়া নানা কথা প্রকাশিত হতে চলা নতুন বইয়ে তুলে ধরেছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। সেই বইয়ে বিভিন্ন বিষয়ে প্রণব মুখোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বইটিতে রাহুল গান্ধী সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়ের ভাবনাও তুলে ধরা হয়েছে।

যেখানে রাহুল গান্ধী সম্পর্কে প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন যে, রাহুল গান্ধীর মধ্যে শেখার আগ্রহ কম। প্রণব মুখোপাধ্যায় রাজনীতিতে সক্রিয় থাকাকালীন তাঁকে অনেকেই কংগ্রেস রাজনীতির চাণক্য বলতেন। সেই প্রণব মুখোপাধ্যায় কেন এমন ভাবনা পোষণ করতেন, রাহুল গান্ধী সম্পর্কে? এনিয়ে নানাজনের নানা মত। এমনিতে রাহুল গান্ধী প্রথাগত শিক্ষায় ভারতীয় রাজনীতির অনেকের তুলনায় এগিয়ে। গান্ধী পরিবারের ছেলে হয়েও তাঁর এমন রাজনৈতিক ব্যর্থতা কেন? এনিয়ে কৌটিল্য চাণক্যের একটা কথা কিন্তু মনে রাখা দরকার।

আরও পড়ুন- ভোটের পোস্টমর্টেম: কাজ দেয়নি রাজনীতির পাটিগণিত! কীসের দৌলতে মধ্যপ্রদেশ ছিনিয়ে নিলেন শিবরাজ?

চাণক্য বলেছিলেন, 'যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা, শাস্ত্রং তস্য করোতি কিম্। লোচনাভ্যাং বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি।' যার অর্থ হল, যাঁর নিজের কোনও বুদ্ধি নেই, শাস্ত্র তাঁর কী কাজে লাগবে? যাঁর দুই চোখই অন্ধ, আয়না নিয়ে তাঁর আর কী কাজ! অর্থাৎ, শুধু লেখাপড়া শিখলেই হল না। বাস্তববুদ্ধি অত্যন্ত প্রয়োজন। বাস্তববুদ্ধি না-থাকলে, হাজারো লেখাপড়া শেখাও কোনও কাজেই দেয় না। বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা রাহুল গান্ধী কি তাই এদেশের রাজনীতিতে বারবার ব্যর্থ হচ্ছেন?

Election Pranab Mukherjee Chanakya Niti Bakya Chanakya Sloka
Advertisment