scorecardresearch

একজন কুসন্তান থাকলেই গোটা পরিবার কলঙ্কিত হয়, বলে গেছেন চাণক্য

তিল তিল করে বংশমর্যাদা গড়ে ওঠে।

Chanakya_Neeti

এক সের দুধে যেমন একফোঁটা গোমূত্র পড়লে দুধের স্বাদ নষ্ট হয়ে যায়, তেমনই একজন কুসন্তানের জন্য একটা গোটা পরিবার কলঙ্কিত হতে পারে। এমনটাই বলে গিয়েছেন প্রখ্যাত পণ্ডিত কৌটিল্য চাণক্য। তাঁর ভাষায়, ‘একেনাপি কুর্বৃক্ষেণ কোটরস্থেন বহ্নিনা। দহ্যতে তদ্বনং সর্বং কুপুত্রেণ কুলং তথা।’ যার বাংলা তর্জমা করলে হয়, নষ্ট হয়ে যাওয়া গাছের কোটরের আগুন যেমন সমগ্র বনভূমিকে ধ্বংস করতে পারে, তেমনই একজন কুপুত্রের জন্য সমগ্র পরিবার, গোটা বংশ কলঙ্কিত হয়।

চাণক্য এখানে যে আগুনের কথা বলেছেন, সেটা হল দাবানল। এই দাবানল কলঙ্কের। এমনিতে প্রকৃতির আপন খেয়ালে বনভূমি গড়ে ওঠে। সেখানে যেমন বড় গাছ থাকে, তেমনই থাকে ছোট বা মাঝারি গাছ। আবার, সেই বনভূমিতে লতা-গুল্মও থাকে। এমনিতে তা বাগানের মত দেখায় না। কিন্তু, সেই গাছগুলোই যদি নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে বেড়ে ওঠে, তখন কিন্তু তাতে রীতিমতো সৌন্দর্যায়ন সৃষ্টি হয়।

আর, দাবানল হল বনে আগুন। দাব শব্দের অর্থ হল বন। আর, অনল শব্দের অর্থ হল আগুন। গরমের সময়ে সাধারণত এই আগুন জ্বলে ওঠে। গাছের সঙ্গে গাছের ঘর্ষণে তৈরি হয় আগুন। আর অগ্নিদগ্ধ গাছের আগুনের ফুলকি ছড়িয়ে অন্যান্য গাছে আগুন ধরে যায়। যার জেরে ছারখার হয়ে যেতে পারে গোটা বনভূমি। এই আগুন কিন্তু শুকিয়ে যাওয়া গাছ থেকে গোটা বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- সন্তানের সঙ্গে কখন কেমন আচরণ করবেন? বলে গেছেন চাণক্য

তেমনই, কোনও বংশের বংশমর্যাদাও কিন্তু, একদিনে তৈরি হয় না। কয়েক পুরুষের শিক্ষা, সততা, পরিশ্রম, সহমর্মিতার মত নানা গুণাবলিতে সমৃদ্ধ হয় একটা বংশ। অর্জন করে গৌরব। সেখানে একটি মাত্র কুসন্তান জন্মালেও সেই সন্তান দীর্ঘদিনের লালিত বংশ মর্যাদাকে নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে। কুসন্তানের দুরাচারই এক্ষেত্রে বংশ মর্যাদাকে ধূলিসাৎ করার পক্ষে যথেষ্ট। কারণটা হল, সবকিছু গড়তেই সময় লাগে। কিন্তু, ভাঙতে কোনও সময় লাগে না। নীতিবাক্যের মাধ্যমে পইপই করে সেই কথাটাই বোঝানোর চেষ্টা করে গিয়েছেন চাণক্য।

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Chanakya said that the whole family is tarnished for one child