Advertisment

Chhath Puja 2024 Date, Time: ৬ না ৭ নভেম্বর, এবছর ছটপুজো কবে? এই পূণ্য ব্রতর মাহাত্ম্য এবং গুরুত্ব জানুন

Chhath Puja 2024 Date And Time: ছটপুজোয় সূর্যদেব এবং ছটমাতার পুজো হয়। এই পার্বণ ৪ দিন ধরে চলে। কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়ে সপ্তমীতে শেষ হয়ে যায়।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Chhath Puja 2024 Date And Time: ছটপুজো কবে এবং এই পুজোর বিধি কী?

Chhath Puja 2024 Date And Time: ছটপুজো কবে এবং এই পুজোর বিধি কী?

Chhath Puja 2024 Date in Bengal: হিন্দু ধর্মে ছটপুজো খুবই গুরুত্বপূর্ণ পার্বণ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ছটপুজোর আয়োজন হয়। এই পার্বণকে সূর্যষষ্ঠী, ছট পর্ব, ডালা ছট বা ডালা পূজাও বলা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, চৈত্র এবং কার্তিক মাস, এই দুবার উদযাপন হয়। এই দিনে মহিলারা নিজের সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস রেখে ব্রতপালন করেন। 

Advertisment

কীভাবে হয় ছটব্রত?

ছটব্রত খুবই কঠিন ব্রত। এই পরব স্নান সেরে আরম্ভ হয়। ব্রত চলাকালীন সূর্যকে প্রসাদ অর্ঘ্য দেওয়ার পর চতুর্থ দিনে শেষ হয়।

কোথায় পালন হয় এই পুজো?

এই পুজো মূলত বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পালন হয়।

এবছর ছটপুজো কবে পড়েছে?

ষষ্ঠী তিথি ৭ নভেম্বর, ২০২৪ বেলা ১২টা ৪১ মিনিট থেকে শুরু করে ৮ নভেম্বর, ২০২৪ বেলা ১২টা ৩৪ মিনিটে সমাপ্ত হবে। উদয়া তিথি অনুসারে, ছটপুজো ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার পালন হবে।

ছটপুজো ক্যালেন্ডার-

ছটপুজোর প্রথমদিন- স্নান-খাওয়া ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

ছটপুজোর দ্বিতীয় দিন-  খরনা ৬ নভেম্বর ২০২৪, বুধবার

ছটপুজোর তৃতীয় দিন- সন্ধ্যা অর্ঘ্য ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ছটপুজোর চতুর্থ দিন- ঊষা অর্ঘ্য ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার

আরও পড়ুন কলকাতায় করবা চৌথের চাঁদ কখন উঠবে, জেনে নিন সম্পূর্ণ পুজোর বিধি

খরনা কী?

প্রথম দিন- ছটপুজোর প্রথম দিনকে নহায়-খায় বলে। এই দিনে ব্রত রাখেন যাঁরা তাঁরা একবেলা খাবার খান।

দ্বিতীয় দিন- ছটপুজোর দ্বিতীয় দিন খরনা বলা হয়। এই দিনে ছটমাতার জন্য ভক্তরা ভোগ নিবেদন করেন। সন্ধেবেলা মিষ্টিভাত এবং লাউয়ের খিচুড়ি খাওয়ার পরম্পরা রয়েছে।

তৃতীয় দিন- সন্ধে অর্ঘ্য- ভক্তরা সন্ধেবেলা সূর্যদেবতাকে অর্ঘ্য দেন।

চতুর্থ দিন- ঊষা অর্ঘ্য আর পারণ- সকালে ভক্তরা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন এবং পারণ অনুষ্ঠান করেন।

Chhath Puja puja lifestyle
Advertisment