Advertisment

Happy Children's Day 2024: পরিবারের খুদেটির জন্য স্পেশ্যাল করে তুলুন শিশু দিবস, রইল কিছু বিশেষ অনুপ্রেরণামূলক বার্তা

Happy Children's Day Wishes & Quotes in Bengali: আজ তো শিশু দিবস, Jawaharlal Nehru Jayanti 2024। তাই আপনার খুদের জন্য দিনটা সাজিয়ে ফেলুন ওর মনের মতো করে। বিভিন্ন মেসেজ, অনুপ্রেরণামূলক বার্তা পাঠান।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Happy Children's Day 2024: শিশুদিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা পাঠান

Happy Children's Day 2024: আপনার খুদের জন্য দিনটা সাজিয়ে ফেলুন ওর মনের মতো করে।

Happy Children's Day Wishes, Quotes, Messages, Greetings and Sisu Dibos Cute Status Images for Kids: ভাইফোঁটায় ভাই-কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, দীপাবলিতে প্রিয়জনদের। তবে এবার আপনার খুদেটিই বা কেন বাদ যায় এই তালিকা থেকে? আজ তো শিশু দিবস, তাই আপনার খুদের জন্য দিনটা সাজিয়ে ফেলুন ওর মনের মতো করে।

Advertisment

এতক্ষণে সে বুঝি স্কুলে পোঁছে গেছে, বা স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে বসে পড়েছে কার্টুন নেটওয়ার্ক চালিয়ে। আজ আর ওকে বকাবকি করবেন না। বিকেলে একটা সুন্দর সারপ্রাইজ প্ল্যান করে ফেলুন ওর জন্য। কিংবা টিফিনের সময় পছন্দের পেস্ট্রিটা এনে দিন ওর জন্য। ছোট ছোট কার্ডে শুভেচ্ছা বার্তা লিখে সেঁটে দিন ঘরের দেওয়ালে। দেখবেন কেমন খুশিতে ভরে গিয়েছে ছোট্ট মুখটা।

আরও পড়ুন: আপনার খুদের ব্যক্তিত্ব গঠনে নজর দিন আজ থেকেই

পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনের দিনই যে এই দিন পালন হয় সেটা গল্পের মতো করে বলে শোনান ওকে। একটা দিন ওকেও বিশেষ অনুভূতি দিতেই পারেন। দেখবেন সারাটা বছর কেমন লক্ষ্মীটি হয়ে রয়েছে আপনার খুদে। যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করছে।

children's day শিশু দিবসের শুভেচ্ছা। 

publive-image সন্ধ্যে বেলাটা আজ পড়ার ছুটি দিতে পারেন ওকে। অথবা ছোট্ট ট্যুরে নিয়ে যান ওকে। মাঝে মাঝে একটু অন্য স্বাদ দিলে দেখবেন ওর মনটাও কেমন খুশি থাকবে।

children's day wishes শিশু দিবসের শুভেচ্ছা।

publive-image Children's Day 2024 Wishes in Bengali

আজকাল তো সবার হাতেই স্মার্ট ফোন তাই আপনার সন্তানের হোয়াটসঅ্যাপ থাকলে তো কোনও কথাই নেই, পাঠিয়ে দিন এই কার্ডগুলো। ওহ হ্যাঁ পাশাপাশি বলে দিন কেন এই শিশু দিবস পালন হয় সেটা জানাতে ভুলবেন না।

আরও পড়ুন পালন করুন চিলড্রেন'স ডে! জমকালো সেলিব্রেশনে চমকে দিন আপনার ছোট্ট সন্তানকে

publive-image শিশু দিবস ২০২৪

publive-image Children's Day 2024 Wishes in Bengali

publive-image Children's Day 2024 Wishes in Bengali

তবে নিজে একটু ভেবে দেখুন তো, বাড়ির সবচেয়ে গেড়ে সদস্যটির জন্য এত আয়োজন করতে গিয়ে নিজের শৈশবকেই কি ফিরে পেতে চেয়েছেন তো আপনি? আসলে শৈশবকে কোনও বয়সের মাপে বেঁধে রাখা যায় না। মনটা সবুজ রাখতে পারলে তো আজীবনই শৈশব...

Children's Day Wishes Happy Children's Day 2024 lifestyle
Advertisment