Happy Chocolate Day 2024 Date: মিষ্টি মুহূর্ত তৈরি করতে গেলে মিষ্টির থেকে ভাল আর কিই বা হতে পারে। আর বিশেষ করে আগামীকাল যখন চকোলেট ডে, তখন এর থেকে ভাল সুযোগ আর হয়?
এমনিও সম্পর্কের মিষ্টি শুরু, চকলেট দিয়ে হলেই ভাল। ছয় থেকে বড়, স্নেহের চোখে হোক অথবা ভালবেসে, কেউ যদি কাউকে চকলেট উপহার দিয়ে থাকেন তবে, সেটিকে ভালবেসে না গ্রহণ করে আর পারা যায়? বরাবরের মতো, এবারও ৯ তারিখ প্রেমিক প্রেমিকারা পালন করবেন চকলেট ডে। যদিও, এর বিশেষ কোনও নির্দিষ্ট গুরুত্ব নেই।
তবে, নতুন সম্পর্কের শুরু হোক অথবা বন্ধুত্বের শুরু... সেই ছেলেবেলা থেকেই চকলেট দেওয়ার প্রথা চলে আসছে। মিষ্টি সম্পর্কে এমনিও মাঝে মধ্যে চকলেট দেওয়ার প্রথা রয়েছে। যদিও, এই চকলেট ডে সেলিব্রেট করার পেছনে সেরকম কোনও কারণ নেই। চকলেট উপভোগ করতে বেশি কোনও কারণ লাগে না। হোয়াইট চকলেট হোক অথবা ডার্ক চকোলেট, কিংবা মিল্ক চকলেট। পছন্দের মানুষকে কিন্তু এদিন, ভাল উপহার দেওয়াই যায়।
আরও পড়ুন - Propose Day 2024: মনের কথা বলার নানা উপায় খুঁজছেন? আগামীকাল প্রপোজ ডে, এর গুরুত্ব জানেন?
চকলেট উপহার দেওয়ার অর্থ?
সেভাবে, চকলেট দেওয়ার বিশেষ কোনও অর্থ নেই। কিন্তু, ভিক্টোরিয়ান যুগ থেকে ধরা হয় চকলেট সম্পর্কের শক্ত বন্ধনের প্রতীক। এটি মনের তিক্ততা দূরে করে। এবং সহজেই হৃদয়ে স্থান করে নেয়। চকলেট মানুষের খুশির এক অন্য কারণ। শুধু তাই নয়, কোকো সকলের শরীরের জন্য বেশ ভাল।
কোকো বিনস থেকেই তৈরি করা হয় চকলেট। কথায় বলে, চকলেট শেয়ার করলে ভালবাসা বাড়ে। সেই থেকেই বোধহয়, এই দিনের সূচনা। চকলেট বার হোক কিংবা ছোট লজেন্স, সবটাই ভালবাসার এক অদ্ভুত দিক তুলে ধরে।