Advertisment

বড়দিনে লাখো মানুষের ভিড় টেনে এক নম্বরে ইকো পার্ক

বড়দিনে ভিড়ের নিরিখে সব্বাইকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছে ইকো পার্ক। দ্বিতীয় স্থানে রয়েছে চিড়িয়াখানা। সায়েন্স সিটি, বিড়লা তারামণ্ডল, নিক্কো পার্কের ভিড়ও ছুঁতে পারেনি ইকো পার্ককে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বড়দিন মানেই ভিড়ে গমগম করে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, তারামণ্ডল, সায়েন্স সিটি, নিক্কো পার্ক বা হালের ইকো পার্ক চত্বর। ভিড়ের নিরিখে একে অপরকে টেক্কা দেওয়ার খেলায় মেতে থাকে শহরের এইসব 'ট্যুরিস্ট স্পট'। এবারের বড়দিনেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে ভিড়ের নিরিখে সব্বাইকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছে ইকো পার্ক।

Advertisment

পরিসংখ্যান বলছে, পর পর দু'বছর চিড়িয়াখানাকে টেক্কা দিয়ে ভিড় শীর্ষে নিউটাউনের ইকো পার্ক। এ বছর চিড়িয়াখানায় যেখানে ৬৮ হাজার দর্শক এসেছেন, সেখানে ইকো পার্কে এসেছেন ১ লক্ষ ২৫৮ জন দর্শক। বলা বাহুল্য, আরও অনেকটাই পিছিয়ে ভিক্টোরিয়া, নিক্কো পার্ক। অর্থাৎ মাত্র দু'বছরের মধ্যে বাঙালির পছন্দের তালিকার শীর্ষে চলে এসেছে ইকো পার্ক সহ নিউটাউনের মাদার ওয়াক্স মিউজিয়াম ও ইকো আরবান ভিলেজ।

এদিন ভিড় সামলাতে এবং এয়ারপোর্টের রাস্তা সচল রাখতে তৎপর ছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর ইকো পার্কে ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ, পাশাপাশি অপরাধ আটকাতে সাদা পোশাকের পুলিশ ভিড়ের ভিতরেও মোতায়েন ছিল।

eco park, ইকো পার্ক ইকো পার্কে আইফেল টাওয়ার।

এ প্রসঙ্গে ইকো পার্কের তরফে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন, "প্রচুর ভিড় হয়েছে এ বছর। বড়দিনে আমরা আইফেল টাওয়ার খুলেছি। বহু মানুষ দেখতে এসেছেন। এ বছর বড়দিনে ১ লক্ষ ২৫৮ জন মানুষের ভিড় হয়েছে। গতবছরও সংখ্যাটা এইরকমই ছিল।"

ইকো পার্কের ধারেকাছে যেতে পারেনি এযাবৎকাল বড়দিনে শহরের অন্যতম দর্শনীয় স্থান, আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানালেন, ''এ বছর ৬৮ হাজার মানুষ এসেছেন। গতবছর বড়দিনে মানুষের সংখ্যা ছিল ৯৩ হাজার। এমনকি, গত রবিবারেই এই সংখ্যা ছিল ৬৯ হাজার।'' কেন ভিড় কমল? জবাবে অধিকর্তা বললেন, ''এটা বলতে পারব না। পাবলিকের মুডের উপর সবটাই নির্ভর করে। আশা করছি বর্ষশেষ ও বর্ষবরণের দিন আরও বেশি ভিড় হবে।'' উল্লেখ্য, এ বছর আলিপুর চিড়িয়াখানায় অ্যানাকোন্ডা হওয়ার কথা ছিল মূল আকর্ষণ, যদিও তা এখনও এসে পৌঁছোয় নি।

আরো পড়ুন: বড়দিন কেমন কাটাল কলকাতা, দেখুন ফোটো গ্যালারি

অন্যদিকে, শহরের আরেক বিনোদন পার্কের ভিড়ও ইকো পার্ককে ছুঁতে পারেনি। ডিসেম্বর মাস মানেই হুল্লোড় করার ডেস্টিনেশন হয়ে ওঠে নিক্কো পার্ক। হরেকরকমের রাইডে চড়তে সকলেরই মন চায়। এ বছর সেখানে ভিড় হয়েছে ১৫ হাজার। নিক্কো পার্কের জেনারেল ম্যানেজার (এইচআর) সুমিত দত্ত জানালেন, "১৫ হাজারের মতো ভিড় হয়েছে, গতবার এদিন মানুষের সংখ্যা ছিল ১২ হাজার।"

christmas, বড়দিন বড়দিনে ময়দানে পিকনিকের আসর। ছবি: শশী ঘোষ।

ভিড়ের নিরিখে নিক্কো পার্ককে টেক্কা দিলেও গতবছরের তুলনায় এবার বড়দিনে ভিড় কমেছে সায়েন্স সিটিতেও। সেখানে এ বছর দর্শনার্থী সংখ্যা ২২ হাজার। এ প্রসঙ্গে সায়েন্স সিটির এক কর্মীর বক্তব্য, "আমাদের এখানে এ বছর বড়দিনে ২২ হাজারের মতো মানুষ এসেছিলেন। গতবারের থেকে কম। আশা করছি ১ জানুয়ারি আরও বেশি ভিড় হবে।" কেন ভিড় কমল, এ প্রশ্নের জবাবে ওই কর্মী জানালেন, "এখানে বেশ কিছু সিস্টেম বন্ধ, যেমন টাইম মেশিন, মিরর ম্যাজিক। ফলে অনেক দর্শকই হতাশ হয়েছেন।"

alipore zoo, আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জি। ফাইল ছবি।

বাকিদের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও গতবারের তুলনায় এবারের বড়দিনে ভিড় বেশি হয়েছে বিড়লা তারামণ্ডলে। বড়দিনে তারামণ্ডলের সব শো-ই হাউসফুল হয়েছে। এ প্রসঙ্গে তারামণ্ডলের কিউরেটর এস দত্ত বললেন, "প্রচুর ভিড় হয়েছে। সব শো-ই হাউসফুল হয়েছে। আমরা এদিন অতিরিক্ত শো করি, সেটাও হাউসফুল হয়েছে। ৫ হাজারেরও বেশি মানুষ এসেছিলেন এদিন, যা গতবছরের থেকে বেশি।"

kolkata news Christmas
Advertisment