Advertisment

কেক যখন সার্কিট বেঞ্চ

জলপাইগুড়ির এক কেক প্রস্তুতকারী সংস্থার এ হেন কাণ্ডে অনেকের চোখ কপালে উঠতে পারে। তবে প্রতিবারই এ ধরনের অভিনব কিছু না কিছুর নিদর্শন তাঁরা রেখেই যান নিজেদের বানানো কেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সার্কিট বেঞ্চের আদলে কেক

ওঁরা চান, সার্কিট বেঞ্চ হোক। দীর্ঘদিন ধরে এ দাবি তাঁদের। নয় নয় করে চার দশক হল তাঁদের দাবির বয়স। সেই দাবিকে সামনে রেখে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের আদলে তৈরি করা হল আস্ত এক কেক।

Advertisment

জলপাইগুড়ির এক কেক প্রস্তুতকারী সংস্থার এ হেন কাণ্ডে অনেকের চোখ কপালে উঠতে পারে। তবে প্রতিবারই এ ধরনের অভিনব কিছু না কিছুর নিদর্শন তাঁরা রেখেই যান নিজেদের বানানো কেকে। অন্যান্য কেক যেমন বানানো হয়েছে, তেমন এই স্পেশাল কেকও থাকছে বিক্রি তালিকায়।

আরও পড়ুন, Christmas Wallpaper: বড়দিনে আপনার ফোনে রাখুন এমন ওয়ালপেপার

পেল্লায় এই কেকটি বানিয়েছেন অমল সরকার। তিনি বললেন, "নষ্ট হয়ে যেতে পারে বলে এ জিনিস বেশি আগে থেকে বানিয়ে রাখা যায় না। আমরা এক দল কারিগর একসঙ্গে মিলে তিন দিন ধরে এই কেকটা বানিয়েছি। এতে ময়দা, ডিম, মার্জারিন, ডালডা তো রয়েইছে, রয়েছে সব রকমের ড্রাই ফ্রুটসও। কেকের ওজন দাঁড়িয়েছে ৫০ পাউন্ড।"

কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার রঞ্জনা সাহা বললেন, "দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সার্কিট বেঞ্চ নিয়ে আন্দোলন চলছে জলপাইগুড়ি শহরে। অস্থায়ী ভবনের পরিকাঠামো তৈরী হয়ে পড়ে আছে। কিন্তু কিছুতেই চালু হচ্ছে না সার্কিট বেঞ্চ। তাই এবার আমরা এই কেক বানিয়ে স্যান্টা ক্লজের কাছে আবেদন রাখছি, যেন অবিলম্বে সার্কিট বেঞ্চ চালু হয়।"

৫০ পাউন্ড ওজনের এই 'সার্কিট বেঞ্চ কেক'-এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকা।

Christmas
Advertisment