Fridge Cooling Problem: গরম পড়তে না পড়তেই ফ্রিজ ঠান্ডা হচ্ছে না? টেকনিশিয়ানকে খবর দেওয়ার আগে এইগুলো খেয়াল রাখুন

Refrigerator Cooling Issue: গরমকালে ফ্রিজ ঠান্ডা না হওয়ার একটা সমস্যা দেখা যায়। টেকনিশিয়ানকে খবর দেওয়ার আগে কয়েকটি জিনিস বাড়ির সদস্যদের অবশ্যই খেয়াল রাখা উচিত। কোন বিষয়গুলি, জেনে নিন বিস্তারিত।

Refrigerator Cooling Issue: গরমকালে ফ্রিজ ঠান্ডা না হওয়ার একটা সমস্যা দেখা যায়। টেকনিশিয়ানকে খবর দেওয়ার আগে কয়েকটি জিনিস বাড়ির সদস্যদের অবশ্যই খেয়াল রাখা উচিত। কোন বিষয়গুলি, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
fridge

ফ্রিজ ঠান্ডা হচ্ছে না? প্রাথমিকভাবে কোন বিষয়গুলি খেয়াল করবেন?

How To Fix Fridge Cooling Problem: রেফ্রিজারেটর ছাড়া আজকের প্রজন্ম এক মুহূর্ত চলার কথা ভাবতেই পারে না। গৃহস্থালি কাজ সামলানোর অন্যতম প্রধান হাতিয়ার রেফ্রিজারেটর। ১২ মাসের মধ্যে গ্রীষ্মকালে তো ফ্রিজ ছাড়া যেন জীবন অচল। গ্রীষ্মপ্রধান দেশে ফ্রিজের চাহিদা সব সময়ই বেশি। গরমকালে সেই চাহিদা একলাফে হু হু করে কয়েক গুণ বেড়ে যায়। অতিরিক্ত তাপমাত্রা কারণে যে কোনও খাবার বাইরে রাখা হলে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার প্রব সম্ভবনা থাকে। কাঁচা শাক-সবজি থেকে রান্না করা খাবার, সর্বক্ষেত্রেই রেফ্রিজারেটর অত্যাবশ্যক। ১৩ থেকে ৮৩ বোঝে ফিজের গুরুত্ব। 
 
রেফ্রিজারেটর খাদ্য সামগ্রী অনেকদিন পর্যন্ত টাটকা থাকে। তবে যখন কোনও সমস্যা হয় তখন মহা সমস্যায় পড়ে বাড়ির লোকজন। নিত্য প্রয়োজনীয় রেফ্রিজারেটরটি ঠিক মতো ঠান্ডা হচ্ছে না, এটা দেখলেই তো মাথায় হাত। আর সেটা যদি গরমকালে হয় তাহলে তো মারাত্মক ব্যাপার। প্রথমেই যেটা মনে হয়  ফ্রিজ খারাপ হয়ে গেল!! বিন্দুমাত্র বিলম্ব না করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেরামতির দোকানে বা কাস্টমার কেয়ারে ফোন করা হয়। কিন্তু বেশ কিছু সাধারণ কারণেও ফ্রিজ কম ঠান্ডা হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য কারণগুলো। 

Advertisment

অনেক সময় রেফ্রিজারেটরের দরজা ঠিক মতো বন্ধ হয় না। বাড়িতে বাচ্চা থাকলে অনেকসময় বড়দের নজর এড়িয়ে দরজা খুলে ফেলে। সেটি দীর্ঘ সময় খোলা রইল। বন্ধ করার সময় হয়ত সম্পূর্ণ বন্ধ হয় না। সেক্ষেত্রে শীতলতার উপর প্রভাব পড়তে হবে। ফ্রিজের দরজা ঠিক মতো বন্ধ হয়েছে কিনা তা দেখা আবশ্যক। 

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে রেফ্রিজারেটরের তাপমাত্রাও নির্ধারণ করা যায়। কিন্তু বেশির ভাগ মানুষই সেদিকে মোটেই নজর দেন না। ফ্রিজের তাপমাত্রা ঠিকমতো সেটই করা হয় না। অনেক সময় এমনও হয় যে শীতকালের বাহ্যিক তাপমাত্রা অনুসারে ফ্রিজের তাপমাত্রা সেট করা হয়। অথচ গরমকালে সেই সেটিংটা পরিবর্তন করার কথাই মনে থাকে না। 

বিদ্যুৎবাহী তার ঠিক আছে কিনা এবং ফ্রিজে ঠিক মতো তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা তা অবশ্যই দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে সকেটে বিদ্যুৎ সংযোগ ঠিক মতো আসছে না বা কোথাও তার কেটে গেছে। এগুলি সঙ্গে সঙ্গে মেরামত করিয়ে নেওয়া প্রয়োজন

Advertisment

ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের ক্ষেত্রে একটি কুলিং ফ্যান থাকে যা ফ্রিজে ঠান্ডা বাতাস সঞ্চালন করে। এই ফ্যান ঠিক মতো কাজ না করলে ফ্রিজ ঠান্ডা হওয়ার উপর প্রভাব পড়তে পারে।

কুল্যান্টের মাত্রা কম হলেও ফ্রিজ সঠিক ভাবে কাজ করতে পারে না। বেশির ভাগ সময় পুরনো ফ্রিজের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভবনা থাকে। এই ক্ষেত্রে কুল্যান্ট টপ আপ করিয়ে নেওয়া দরকার।

Fridge