তার আগে আজ জোড়াসাঁকো প্রাঙ্গণে আয়োজিত হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী। এ দিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, লেখিকা নবনীতা দেব সেন এবং চিত্রশিল্পী যতীন দাসকে ডি লিট উপাধিতে ভূষিত করা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য, নাটক, সংগীত ও দৃশ্যকলা আকাদেমি পুরস্কার পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ, নাট্যব্যক্তিত্ব পঙ্কজ কুমার মুন্সি, গায়িকা শ্রীমতী রুমা গুহ ঠাকুরতা ও ভাস্কর নিরঞ্জন প্রধান। লোকসংস্কৃতি বিষয়ক গবেষণার জন্য আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় সুখবিলাস বর্মার হাতে।