/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/2020-03-30-2.jpg)
আজকে নিয়ে দশদিন অতিক্রম। ঘরবন্দি রয়েছেন আপনি। কী করবেন বুঝে উঠতে পারছেন না ? তাহলে মস্তিস্কের ব্যায়াম করুন। শব্দ দিয়ে জব্দ করুন করোনাকে। বুঝলেন না? শব্দজব্দ খেলুন। যার প্রতি অর্থে রয়েছে করোনাকে বিনাশ করার শব্দ।
যা ঘরে বসে নিজেই পূরণ করতে পারবেন। করোনাকে নিয়ে এমনই শব্দ জব্দ বানিয়েছেন শুভজ্যোতি। সারাদিন খবরের চ্যানেলে, সংবাদপত্রিকায়, রেডিওতে শুনছেন করোনা সম্পর্কিত একাধিক শব্দ। ছকবাাজি থেকে সেই শব্দকে খুজে বের করতে হবে আপনাকে। যেখানে লুকিয়ে রয়েছে করোনা সম্পর্কিত শব্দ। শূন্য শব্দ ছক রইল আপনার জন্য।
উপর নীচ
১) করোনা ভাইরাস পরীক্ষায় ব্যবহৃত হয় এই থার্মোমিটার।
২) হাত পরিস্কারের দ্রব্যটি এখন বাজারে অগ্নিমূল্য
৪) এখান থেকেই নাকি নোভেল করোনা ভাইরাসের আগমন।
৫) করোনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া লমবার্ডির সেই নার্স,
৬) সংক্রমণ এড়াতে কলকাতা হাইকোর্ট থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
৮) করোনা সতর্কতার অঙ্গ হিসেবেই এটাও বন্ধ এটাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯) যাকে নিয়ে আতঙ্কিত সমগ্র দেশ ও বিদেশ
১০) করোনাভাইরাসে চিকিত্্সার জন্য রোীকে এখানে প্রথমে আনা হয়।
১১) করোনা সংক্রমণের প্রাথমিক েক উপসর্গ।
১২ ) চিকিত্্সকের নির্দেশ পালন করতে হয় রোগীকে
১৪) করোনা ভাইরাস থেকে বাঁচতে করোনা ব্যহার করুন।
পাশাপাশি
৩) করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করে যে রাসায়ানিক পদার্থ।
৭) হাসপাতালের এই ওয়ার্ড ভর্তি করা হয় চিকিত্্সার জন্য করোনা আক্রান্ত রোগীদের।
৯) মুম্বইয়ের যে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
১০) বারে বারে যা ধোঁয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
১১)কোনা সংক্রমিত বহিঃবিশ্বের এক দেশ
১৩) করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে এটাও ব্যবহার করা যেতে পারে।
১৫) করোনায় মহামারি রোগ আইন প্রয়োগ করেন রাজ্য।
১৬) যা বেশি করে পান করতে বলা হচ্ছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/2020-03-30.jpg)
শহরের শব্দজব্দ স্পেশ্যালিস্ট শুভজ্যোতি ইন্ডিয়া এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘এখন সকলেই ঘরবন্দি। তাই খেলতে পারেন শব্দছক’। সতের’শ শব্দছক তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন শুভজ্যোতি।
কেন হঠাত্্ করোনা নিয়ে শব্দছক তৈরি করতে আগ্রহী হলেন? শুভজ্যোতি বলেন, "সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি। সতর্ক করতে চেয়েছি। তাই শব্দ ছকের নাম দিয়েছি করোনা, আর না"।
সঠিক উত্তর আসছে এই প্রতিবেদনেই