Advertisment

কোভিড থেকে সেরে উঠলেও ভ্যাকসিন নিতে পারবেন না! কিন্তু কেন?

Coronavirus vaccine: অনেকেই কোভিড থেকে সুস্থ হয়ে উঠেই ভ্যাকসিন নিচ্ছেন, তা সঠিক বলেই মনে করছে স্বাস্থ্য মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,318 new COVID cases 27 November 2021

নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণও।

কোভিড ভ্যাকসিন নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। করোনা আক্রান্ত থেকে মুক্ত হয়ে কোভিড ভ্যাকসিন নেওয়া যাবে না, এমনটাই প্রকাশ্যে এসেছিল। কিন্তু এই তথ্য আদৌ কি সত্য? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে যে ভ্যাকসিন গ্রহণের আগে যাদের কোভিড -১৯ সংক্রমণ হয়েছে তাদের অবশ্যই তিন মাস অপেক্ষা করতে হবে।

Advertisment

চিকিৎসকেরাও প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন। অনেকেই কোভিড থেকে সুস্থ হয়ে উঠেই ভ্যাকসিন নিচ্ছেন, তা সঠিক বলেই মনে করছে স্বাস্থ্য মহল। অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেই মত প্রকাশ করেছেন।

জেপি হাসপাতালের সিনিয়র পরামর্শদাতা এবং মেডিকেল ডিরেক্টর, জিভা ফার্টিলিটি ডাঃ শ্বেতা গোস্বামী বলেন, "কোভিড সেরে ওঠার পর কতদিনে ভ্যাকসিন গ্রহণ করা উচিত তা নিয়ে এখনও তথ্য কম পাওয়া গিয়েছে। তবে সরকারের সুপারিশ তিন মাস অবধি না নেওয়াই ভাল। অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি একবার তৈরি হয়েছিল তা কমতে শুরু করতে পারে। "

আরও পড়ুন, ব্রন-কালো দাগ দূর করতে চান? মোক্ষম দাওয়াই মুখের ব্যায়াম, জেনে নিন উপায়

আইভিএফ বিশেষজ্ঞ, মাদারস ল্যাপ আইভিএফ সেন্টারের প্রধান ডঃ শোভা গুপ্তা বলেন, "পুরোপুরি সুস্থ হওয়ার তিন মাস পরে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া উচিত। যারা হাসপাতালে ভর্তি ছিলেন বা হোম-কোয়ারান্টাইন ছিলেন তাদের জন্যও একই নিয়ম। সকলকে পরামর্শ দেব টিকাদান প্রক্রিয়া সম্পর্কিত কোনও গুজব না চালিয়ে যেতে। আমাদের সবার উচিত সরকারের নির্দেশনা অনুযায়ী চলা।"

দিল্লির অ্যাপোলো স্পেকট্রার চিকিৎসক বিপুল রুস্তগির কথায়, "বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে দীর্ঘকাল ধরে কোভিড লক্ষণ যেমন কাশি, গন্ধ এবং স্বাদ হ্রাস, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ, হতাশা, উদ্বেগ এবং এমনকি শ্বাসকষ্ট থাকলে সুস্থ হয়ে ওঠার পর আগ বাড়িয়ে ভ্যাকসিন না নেওয়াই ভাল। এতে হিতে বিপরীত হতে পারে। টিকা নেওয়া নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তা সময়সীমা মেনে চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর নেওয়া উচিত।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Vaccination
Advertisment