scorecardresearch

বড় খবর

৮ মাস পর খুলল আইফেল টাওয়ার, প্রথম দিনই একটা কাণ্ড করলেন জার্মান প্রেমিক-যুগল

Eiffle Tower: এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ার প্রায় এতদিন বন্ধ ছিল।

৮ মাস পর খুলল আইফেল টাওয়ার, প্রথম দিনই একটা কাণ্ড করলেন জার্মান প্রেমিক-যুগল
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ার প্রায় এতদিন বন্ধ ছিল।

সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, প্যারিসের আইফেল টাওয়ার প্রায় প্রত্যেকের ট্রাভেল বাকেট লিস্টেই আছে। করোনা আবহে সারা বিশ্বজুড়ে বন্ধ ছিল ভ্রমণের নানান স্থান। প্রায় আট মাস পর, অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটকদের জন্য খোলা হয়েছে আইফেল টাওয়ার।

রি-ওপেনের প্রথম দিনেই একটা কাণ্ড ঘটিয়েছেন জার্মানির এক ২৯ বছর বয়সী যুবক এরিক গোপল। হাঁটু গেড়ে বসে, প্রেমিকা কতজা পানকের উদ্দেশে বিয়ের প্রস্তাব দেন তিনি। আঙুলে এনগেজমেন্ট রিং পরিয়ে দেন এরিক এবং সম্পর্কে সম্মতি জানান তাঁর প্রেমিকা। গোপেল এবং কাতজা সর্বপ্রথম প্রেমিক যুগল, যাঁরা আইফেল টওয়ার খোলার পর সেখানে যান। গোপল জানিয়েছেন, তার প্রেমিকার ভীষণ ইচ্ছে ছিল, আইফেল টাওয়ার ভ্রমণের! এখন এই জায়গা আরও স্পেশাল তাদের কাছে। ভ্রমণার্থীদের কাছে এই ঘটনা নিঃসন্দেহে মন কেড়েছে।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ার প্রায় এতদিন বন্ধ ছিল। তারপর এই করোনা আবহে এতদিন পর আবার মানুষের উদ্দেশে এই সিদ্ধান্ত। ঘড়ির কাঁটা ঠিক শূন্যতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ,উচ্ছ্বাসে-গান বাজনায় আবার সরগরম হয়ে ওঠে টাওয়ারের দরজার সম্মুখ। একে একে জড়ো হতে থাকেন উপস্থিত সকলেই। ১৮ বছর বয়সী ক্রোয়েশিয়ার প্যাট্রিক পেরুৎকা বলেন, তিনি খুব খুশি আইফেল টাওয়ারে আসতে পেরে। প্রায় তিন ঘন্টা লাইন দেওয়ার পর তিনি ভেতরে আসতে পেরেছেন। যদিও এটি তার প্রথম ভিজিট।

আরও পড়ুন ৩৬ বছর পর ফের স্বাদ বদল করছে Coca-Cola, গভীর সংশয়ে গ্রাহকরা

করোনা যেহেতু পুরোপুরি যায়নি তাই জারি হয়েছে কিছু কোভিড বিধিনিষেধ
• ১১ বছরের ওপরে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক
• এক একটি লিফটে আগের তুলনায় অর্ধেক মানুষ ক্যারি করবে।
• আগামী ২১ জুলাই থেকে প্রত্যেক দর্শনার্থীকে ফরাসি সরকারের হেলথ পাস দেখানো আবশ্যিক।
• ভ্যাকসিন সার্টিফিকেট বা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Couple mark eiffel tower re opening with marriage proposal