রান্না ঘরের উপকরণ দিয়েই সহজে বানিয়ে ফেলুন 'ফ্রায়েড চিকেন', রইল রেসিপি

অল্প আঁচে কুড়ি থেকে পনেরো মিনিট ধরে ভাজতে থাকবেন। হয়ে গেলে প্লেটে করে মেয়োনিজ বা ক্যাচ আপ দিয়ে সার্ভ করুন গরম গরম ফ্রায়েড চিকেন।

অল্প আঁচে কুড়ি থেকে পনেরো মিনিট ধরে ভাজতে থাকবেন। হয়ে গেলে প্লেটে করে মেয়োনিজ বা ক্যাচ আপ দিয়ে সার্ভ করুন গরম গরম ফ্রায়েড চিকেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দোকানে যেতে ভয়, অথচ স্বাদে বাঙালির মনটা পরে থাকে সেই সমস্ত খাবারে, যার স্বাদ বাঙালি অফিস ফেরত, কলেজ ফেরত কিংবা পার্টির মুহূর্তে নিয়ে থাকে। কিন্তু মন জুড়ানো সেই খাবার ছুতে আজকাল ভয় লাগে মানুষের। কারণ, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন করোনা। তাই আর এবার সেই খাবার বাড়িতেই বানিয়ে ফেলুন। গরম গরম ফ্রায়েড চিকেন।  এই সুস্বাদু সকলের প্রিয় খাবার বাড়িতে বাননো সম্ভব। জেনে নিন বানাতে কী কী উপকরণ লাগবে।

Advertisment

উপাদান

চিকেনের বড় পিস - ৫০০ গ্রাম
নুন - ১/৪ চা চামচ
সোয়া সস - ১/২ টেবিল চামচ
টমেটো সস - ১ টেবিল চামচ
আদা বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়ো - ১ চা চামচ
ম্যাগি মশলা - ১ প্যাকেট

Advertisment

আরও পড়ুন-এক মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন ভার্জিন মোজিতো

কোটিংয়ের জন্য
ময়দা - ১.৫ কাপ
কর্ন ফ্লাওয়ার - ১/৪ কাপ
নুন - ১/২ চা চামচ
আদা গুড়ো - ১/২ চা চামচ
লঙ্কার গুড়ো - ১/২ চা চামচ
হলুদ গুড়ো - ১/৪ চা চামচ

বাটিতে সোয়া সস, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুড়ো, নুন, ম্যাগি মশলা, ভালো করে মাখিয়ে নিতে হবে, এরপর এতে চিকেন গুলো দিয়ে মাখিয়ে নিন, ২ ঘণ্টা রেখে দিন। এবার ময়দার সঙ্গে কর্ন ফ্লাওয়ার, নুন, আদার গুড়ো, লঙ্কার গুড়ো, হলুদের গুড়ো, মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন।

এরপর চিকেন গুলোকে নিয়ে ওই মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে জলের মধ্যে চুবিয়ে তারপর আবার ওই ময়দার মিশ্রণের মধ্যে রাখুন। ভালো করে চিকেনের গায়ে মিশ্রণ টি মেখে গেলে ছাকা তেলে ভেজে নিন। তেলে ছাড়ার পর দেখবেন যেন একেবারে তেলের মধ্যে ডুবে থাকে চিকেনের পিস গুলো। অল্প আঁচে কুড়ি থেকে পনেরো মিনিট ধরে ভাজতে থাকবেন। হয়ে গেলে প্লেটে করে মেয়োনিজ বা ক্যাচ আপ দিয়ে সার্ভ করুন গরম গরম ফ্রায়েড চিকেন।

lifestyle