Advertisment

মনের যত্ন নিন, বেশি বয়সে মুঠোফোন নির্ভর জীবন মানেই সমাজ বিচ্ছিন্ন যাপন

একাকীত্ব কাটাতে এরা সাধারনত অনলাইন কেনাকাটা করে থাকেন, নানা তথ্য সার্চ করেন, মেইল পাঠান। ইন্টারনেট ব্যবহারের মাধ্যম হিসেবে ল্যাপটপ নয়, স্মার্টফোনেই বেশি স্বচ্ছন্দ এরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বয়স্ক মানুষের দৈনিক ইন্টারনেট ব্যবহার বেশি হওয়ার অর্থ আসলে সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া। ইংল্যান্ডে প্রায় সাড়ে ৪ হাজার বয়স্ক মানুষের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় অংশ নেওয়া মানুষদের গড় বয়স ৬৪। এদের মধ্যে ১৯ শতাংশ মানুষ রীতিমতো একাকিত্বে ভুগছেন বলে জানিয়েছেন।

Advertisment

৩৩ শতাংশ বয়স্ক মানুষ সামাজিক ভাবে বিচ্ছিন্ন বলে জানিয়েছেন। সমাজের বিভিন্ন অংশের সঙ্গে এদের যোগাযোগ কেমন, নেটওয়র্ক কেমন, তার ওপর নির্ভর করে সিদ্ধান্তে আসা হয়েছে কারা সামাজিক ভাবে বিচ্ছিন্ন।

আংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, বয়স্ক মানুষ একাকিত্ব কাটাতে ইন্টারনেট নির্ভরশীল জীবন যাপন করছেন। যার দৈনিক ইন্টারনেট ব্যবহার যত বেশি, তাঁর একাকীত্বও তত বেশি।

একাকীত্ব কাটাতে এরা সাধারনত অনলাইন কেনাকাটা করে থাকেন, নানা তথ্য সার্চ করেন, মেইল পাঠান। ইন্টারনেট ব্যবহারের মাধ্যম হিসেবে ল্যাপটপ নয়, স্মার্টফোনেই বেশি স্বচ্ছন্দ এরা।

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

সমীক্ষার পরিচালকদের অন্যতম স্টিফানি স্টকওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, "গবেষণায় দেখা গিয়েছে, বয়স্ক মানুষেরা, যারা সপ্তাহে, অথবা মাসে এক-দুবার ইন্টারনেট ব্যবহার করেন, তাঁরা সামাজিক জীবন আর ভার্চুয়াল জীবন, দু-দিকেই তাল মিলিয়ে দিব্যি চলছেন"।

Advertisment