নাকে মুখে গুঁজে কোনওরকমে কাজে বেরিয়ে যান, ফিরে এসে সংসারের কাজ সামলে নিজের জন্য সময় পাওয়া ভাগ্যের ব্যাপার। সপ্তাহে ফাঁক ফোকর খুঁজে পেতে বার করে পার্লার যাবেন, সেই সুযোগও হবে না। আবার উইক এন্ড পার্টি তে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা, ইশ! কী সুন্দর মেনটেইন করছে নিজেকে। আহা! নিজের মনে গজগজ করবেন না। শুধু আপনার জীবনটাই কিন্তু ফাস্ট ফরোয়ার্ডে চলছে না। বাকিদের সব্বার এক অবস্থা। এর মধ্যেই অফিস ফেরতা সময় বার করে ত্বকের যত্ন নিন একটু। পরের পার্টিতে আপনিই হয়ে উঠতে পারেন আকর্ষণের কেন্দ্র বিন্দু।
দিনের শেষে কী ভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন-
১। ক্লিনজিং
বাড়ি ফিরেই ফেস ওয়াশ নয়, কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে ত্বকের ধুলোময়লা যেমন পরিষ্কার হয়, তেমনই সারা দিনের ট্যানও সহজে দূর হয়।
আরও পড়ুন, ঘন ঘন চুল রং করেন? কী বিপদ ডেকে আনছেন জানুন
২। স্ক্রাবিং
তৈলাক্ত ত্বকের জন্য স্ক্রাবিং করা খুবই দরকার। স্ক্রাবিং এর জন্য লাগবে ২ চামচ চালের গুঁড়ো, হাফ চামচ কফি পাউডার, ১ চামচ মধু দিয়ে স্ক্রাবারটি বানিয়ে নিন। মুখে স্ক্রাবারটি লাগানোর পরে ৭-১০ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। এর পরে নরম কাপড় দিয়ে মুখটি মুছে নিন।
৩। প্যাক
স্ক্রাবিং-এর পরে মুখে প্যাক তো লাগাতেই হবে। প্যাকের জন্য ব্যবহার করতে পারেন মুলতানি মাটি, গোলাপ জল, পাকা পেঁপে, ১-২ চামচ কমলালেবুর রস। এই উপকরণগুলি মিশিয়ে নিয়ে চটপট বানিয়ে ফেলুন প্যাকটি। ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে নরম কাপড় দিয়ে মুছে নিন। অফিস থেকে ফিরে এসে নিয়মিত একটু নিজের যত্ন নিয়েই দেখুন, দেখবেন ভোল পালটে গিয়েছে পুরো।