/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/Kolkata-Express-Photo-Shashi-GhoshKolkata-6757.jpg)
ছবি: শশী ঘোষ
Mahalaya 2019 Date and Time, Significance:
"আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা..."
ভোর চারটে বাজতে না বাজতেই বাংলার ঘর ঘর থেকে ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা... এই একটা দিন, বোকা বাক্সের চেয়েও বড় বেশি কাছের মনে হয় বছরভর আলমারিতে উঠিয়ে রাখা আয়তাকার কালো বাক্সটাকে। বাঙালির স্মৃতি মেদুরতা একটা দিন, কাছের মানুষ ঘরে ফিরবে অথবা এবারেও ফেরা হবে না, মনে করিয়ে দেওয়ার দিন- মহালয়া।
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণই মহালয়া। এই দিন পূর্ব পুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। রামচন্দ্র লঙ্কাজয়ের আগে এমনটা করেছিলেন। সেখান থেকেই আসে তর্পণের ভাবনা। সাত দিনের মাথায় অকাল বোধন। সে দিক থেকে দেখলে মহালয়ার সঙ্গে সরাসরি পুজোর সম্পর্ক নেই। পিতৃপক্ষের শেষ দিনটায় পূর্বপুরুষকে স্মরণ করাটাই সনাতন ধর্মে হয়ে আসছে।
১৪২৬-এর পিতৃপক্ষ শুরু হয়েছিল ১৩ সেপ্টেম্বর,
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
মহালয়া অমাবস্যা শুরু- (বাংলা তারিখ)- ১০ আশ্বিন ১৪২৬, শুক্রবার
(ইং তারিখ) ২৭/০৯/২০১৯।
সময়- রাত্রি ৩টে ৪৬ মিনিট থেকে।
মহালয়া অমাবস্যা শেষ- (বাংলা তারিখ)- ১১ আশ্বিন ১৪২৬, শনিবার।
ইং তারিখ: ২৮/০৯/২০১৯।
সময়: রাত্রি ১১টা ৫৬ মিনিট পর্যন্ত।