আপনি শরীর সম্পর্কে কী বোঝেন? শুধুই ওষুধ পথ্য ঠিক খেতে হবে! শরীরে কোনও রোগ থাকবে না আর চারিদিকের পরিস্থিতি ঠিক থাকবে! এই তো? কেউ কেউ আবার এতই হজমের সমস্যায় ভোগেন যে দৈহিক ক্রিয়াকর্ম একেবারেই ঠিক যায়না। কিন্তু আসলেই শরীর সুস্থ থাকার অর্থ এটি নয়।
Advertisment
অসুস্থতা অনেক রকম হয়। বিশেষজ্ঞ টিম গ্রে বলছেন শারীরিক অসুস্থতা যেমন মানসিক অসুস্থতাও হয়। উত্তর দিতে ইচ্ছে করে না। খেতে ইচ্ছে করে না। নিজের মন খুলে কথা বলতে ইচ্ছে করে না। আবার কেউ কেউ রিয়্যাকশন অতিরিক্ত বেশি দেয়। সবকটিই শারীরিক ঘাটতি এবং এর সঙ্গেই যোগ আছে অনেক কিছুর।
অনেকেই এমন আছেন যারা এসবের একটিতেও ভোগেন না তবে ধূমপান, মদ্যপান, অনিয়মিত ঘুম, বাজে ডায়েট এবং শরীর চালনা না করলে কিন্তু বেজায় মুশকিলে পড়তে পারেন তবে তারা সেটা একেবারেই বুঝতে চান না। আর শরীর খারাপ নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে যার শেষ হোওয়া প্রয়োজন। এবং সেই বিষয়ে উল্লেখ করেই টিম বলেন, ঠিক কী কী আদর্শ স্বাস্থ্য হিসেবে যুক্তিযুক্ত?