শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বিগত কিছুদিন ধরেই ভয়ংকর বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বেশ কিছু মৃত্যুও ঘটেছে অজানা জ্বরে। এই রকম সময়ে ডেঙ্গুর চেনা লক্ষণগুলো জেনে রাখা খুব জরুরি।
সব ধরনের ডেঙ্গুতেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলে সারা দুনিয়ায় প্রায় ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। ৯৬ মিলিয়ন ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়েছে। ভারতে প্রতি বছর ২৫ শতাংশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
অনেক ক্ষেত্রে জ্বরের তিন চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।
জমা জল রয়েছে, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।