হাতে মাত্র এক সপ্তাহ, সামনেই প্রেমের দিবস। সেইজন্য নানান প্ল্যানিং করে থাকেন প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতিরা। এই সুযোগে একটু ঘুরে এলে হয় না? ধারে কাছে নয়, বরং দেশের বেশ কিছু জায়গায় রোমাঞ্চ এবং রহস্যে পরিপূর্ণ এই জায়গাগুলি প্রেমিকদের মন জয় করবেই।
করবেট জাতীয় উদ্যান , উত্তরাখণ্ড: জঙ্গল সাফারি পছন্দ? আপনার প্রেম রোমাঞ্চ এবং রহস্যে ভরপুর? তবে, জিম করবেট হতে পারে সেরা গন্তব্য। কাছের মানুষের সঙ্গে সঙ্গেই চারপাশের অসাধারণ পরবেশ। ওপেন এয়ার জিপ এবং হাতির পিঠে সফর আপনাকে চূড়ান্ত আনন্দ দেবে। রিভার র্যাফটিং, এবং রিভার ক্রসিং এর আনন্দও এনে দেবে।

সিমলা, হিমাচল প্রদেশ: পাহাড়ের রানী সিমলা, এর সৌন্দর্য যেমন নজরকাড়া তেমনই তাঁর সঙ্গে এখাঙ্কার আর্কিটেকচার মন ভাল করবেই। যাঁদের বরফ এবং ঠাণ্ডা পছন্দ তাঁরা কিন্তু এখানে জেতেই পারেন। সুন্দর-শান্ত এবং স্নিগ্ধ পরিবেশে কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে চাইলে এই জায়গার বিকল্প নেই।

নৈনিতাল, উত্তরাখণ্ড; নৈনি লেকে নৌকা ভ্রমণ হোক অথবা পাহার কোলে সূর্যাস্ত, নৈনিতালের প্রতিটা আনাচে কানাচে রয়েছে নানান গল্প। টিবেটিয়ান মার্কেট কিংবা মল রোডে শপিং – আলাদাই আনন্দ পাবেন।

গোয়া: অল্পবয়সীদের মধ্যে বিশেষ এক আকর্ষণীয় জায়গা হল গোয়া। কপোত-কপোতী হোক অথবা নতুন দম্পতি, গোয়া কিন্তু আপনার বেস্ট ডেসটিনেশন হতে পারে। সমুদ্রের ধার হোক কিংবা চার্চ সাইড রোদ- গোয়া অবশ্যই ঘুরে আসুন।

তাই, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই সপ্তাহ জুড়ে নিরিবিলিতে সময় কাটান। পার্টনারকে সঙ্গে নিয়েই ঘুরে আসুন মনোমুগ্ধকর সব জায়গায়।