দীপাবলি তো আলোর উৎসব। টিনসেল টাউনে এই সময় উদযাপনের রীতিমতো হিড়িক পড়ে যায়। আর যে কোনও উদযাপনেই বলিউডের যে জুটির দিকে তাকিয়ে থাকে ভারতবাসী, তাঁরা হলেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যে নিজেদের ছবি পোস্ট করে ভক্তকূলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন।
ফুল ফুল শাড়ির সঙ্গে নুডল স্ট্র্যাপ ব্লাউজে দারুণ মানিয়েছে দেশি গার্লকে। গয়নাগাটির তেমন আধিক্য নেই। লম্বা ঝোলা দুলের সঙ্গে আর কিছু না পড়লেই যে সবচেয়ে ভালো খুলবে, তা বেশ ভালোই জানেন প্রিয়াঙ্কা। সঙ্গে চুলে একটা বান। নিক অবশ্য একেবারেই সিম্পল রয়েছেন। সাদা টি শার্ট আর জিন্সে তাঁকেও বেশ ক্যাজুয়াল লাগছে।
সম্প্রতি অবশ্য আরেক বলিউড অভিনেত্রী অনুস্কা এমনই একটা শাড়ি পরেছিলেন। সেটা ছিল সব্যসাচী মুখার্জির কালেকশন। সঙ্গের ব্লাউজের পছন্দও প্রিয়াঙ্কা আর অনুস্কার একই রকম।
Read the full story in English