/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-6-2025-10-14-17-52-10.jpg)
Herbal Hair Oil: বাড়িতে বানানো ভেষজ তেল।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-2025-10-14-17-52-44.jpg)
হার্বাল হেয়ার অয়েল
DIY Herbal Hair Oil: চুল পড়া, খুশকি বা চুলের রুক্ষতা— এই সমস্যা প্রায় সবাইকেই কখনও না কখনও ভোগায়। বাজারে নানা ব্র্যান্ডের তেল পাওয়া গেলেও প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি করা যায় এমন একটি হারবাল তেল, যা একসঙ্গে সমাধান দেবে সব সমস্যার। কেশরাজ, নিম, মেহেন্দি, এলোভেরা, আমলকি, পিঁয়াজ, মেথি, কালো জিরা, জবা ফুল এবং নারকেল তেল— এই কয়েকটি সহজলভ্য উপাদানেই তৈরি হবে এই আশ্চর্য ডাই হার্বাল হেয়ার অয়েল (DIY Herbal Hair Oil)।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-1-2025-10-14-17-53-20.jpg)
উপকরণ
উপকরণ বলতে লাগবে কিছু কেশরাজ পাতা, একমুঠো নিম পাতা, একমুঠো মেহেন্দি পাতা, ১/৪ কাপ অ্যালোভেরা জেল, ৩ টেবিল চামচ আমলকি গুঁড়ো বা রস, ১ কাপ পিঁয়াজ কুচি বা রস, ৩ টেবিল চামচ মেথি দানা, ২ টেবিল চামচ কালো জিরা, ১টা জবা ফুল, ১টা তেজপাতা, ২৫০ গ্রাম নারকেল তেল।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-2-2025-10-14-17-53-50.jpg)
তৈরির পদ্ধতি
প্রথমে একটি প্যান বা কড়াইতে নারকেল তেল গরম করুন। তেল গরম হলে একে একে সব উপকরণ দিয়ে দিন — কেশরাজ, নিম, মেহেদি, পিঁয়াজ, মেথি, আমলকি, কালো জিরা, এলোভেরা, জবা ফুল ও তেজপাতা। মাঝারি আঁচে নেড়ে নেড়ে সব উপাদান ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত রান্না করুন। যখন তেল ঘন হয়ে গাঢ় সবুজাভ রঙ নেবে, তখন চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ছেঁকে বোতলে ভরে রেখে দিন। এই তেল দীর্ঘদিন রাখা যায় যদি শুষ্ক, ঠান্ডা জায়গায় রেখে ব্যবহার করা হয়।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-3-2025-10-14-17-54-24.jpg)
তেলের উপকারিতা
পিঁয়াজ, মেথি ও কালো জিরা একসঙ্গে চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায়। নিম ও এলোভেরা স্ক্যাল্পকে পরিষ্কার রাখে এবং ব্যাকটেরিয়া দূর করে। এককথায় খুশকি দূর করে। মেহেদি ও আমলকি একসঙ্গে চুলের রং ও ঘনত্ব বাড়ায়, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। চুল করে ঘন এবং চকচকে। জবা ফুল ও তেজপাতা মস্তিষ্কের স্নায়ুকে শান্ত রাখে, মানসিক চাপ কমায়। মাথা রাখে ঠান্ডা। কেশরাজ ও আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা চুলের কালো রং দীর্ঘদিন বজায় রাখে। অকাল পাকা চুল প্রতিরোধে সাহায্য করে।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-4-2025-10-14-17-55-34.jpg)
ব্যবহারের নিয়ম
সপ্তাহে অন্তত ২–৩ বার মাথার ত্বকে হালকা গরম তেল লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর অন্তত একঘণ্টা রেখে মাইল্ড হারবাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারেই চুল হবে মসৃণ, ঘন ও প্রাণবন্ত।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/herbal-hair-oil-5-2025-10-14-17-56-28.jpg)
কয়েক সপ্তাহেই সাফল্য
প্রকৃতির দেওয়া এই উপাদানগুলো একত্রে চুলের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম। বাজারের কেমিক্যালযুক্ত তেল বাদ দিয়ে ঘরে বানানো এই ডাই হারবাল হেয়ার অয়েল (DIY Herbal Hair Oil) ব্যবহার করলে আপনি কয়েক সপ্তাহের মধ্যেই চুলের পার্থক্য নিজেই টের পাবেন।