যৌন সঙ্গমের সঠিক সময় কিছু আছে? যদিও এই নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু এর সঙ্গেই জড়িয়ে আছে অন্তঃসত্বা হওয়ার প্রসঙ্গও। দিনের ঠিক কোন সময়ে সঙ্গম করলে অন্তঃসত্বা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি? জানাচ্ছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরাও।
যদিও বা বেশ কিছু প্রতিবেদন অনুসারে, মানুষের ইচ্ছে এবং শারীরিক ক্ষমতার ওপর নির্ভর করেই নির্ধারণ করা হয়। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সকল দম্পতিদের পছন্দ রাতের দিকে সঙ্গম করার। যদিও এটি একেবারেই সঠিক বিষয় নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, আয়ুর্বেদিক সূত্র অনুসারে, ভোরবেলার দিকে পুরুষদের স্পার্ম কাউন্টিং বেশি থাকে। কিন্তু কেন? চিকিৎসক জয়ারমামের কথায়, সারাদিনের খাটনি শেষে রাত্রে বিশ্রামের প্রয়োজন হয়। তাই, খুব স্বাভাবিক সেইসময় সঠিক ভাবে সঙ্গম সম্ভব নয়। তাই, ভাল ঘুমের দরকার। এতে ক্লান্তি দূরের সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষমতা সঠিক মাত্রায় থাকে।
কিন্তু কতটা সত্যি এই বিষয়?
আয়ুর্বেদ বলছে, শারীরিক সঙ্গমের সময় শারীরবৃত্তীয় দশাও বোঝা দরকার। কারণ এর ওপরেই মানুষের মানসিক এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রন করে। তাই দশা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিছু সমস্যা তো থেকেই যায়। যদিও কোন সময় আসলেই উপযুক্ত সেই নিয়ে অনেকেই অনেক ধরনের মত পোষণ করে থাকেন। আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভবসার বলছেন, রাতের সময়ই শ্রেষ্ঠ, কারণ এই সময় মেলাটোনিন এবং রিল্যাক্স হরমোন বেশি সক্রিয় অবস্থায় থাকে। আবার বিশেষজ্ঞ প্রীতি পাল ঠাকুর বলেছেন, প্রতিটি দশার কিছু নির্দিষ্ট ভাব থাকে। যাতে সেই দশার মানুষের সঙ্গমের ইচ্ছে এবং কর্মক্ষমতা বেশি থাকে।
অর্থাৎ যাদের দেহে ভাতার সম্ভাবনা বেশি তাদের ভোরের দিকে সঙ্গমের ইচ্ছে বেশি থাকে। আবার যাদের পিত্ত দশার মাত্রা বেশি তাঁদের শেষ বিকেলে সম্ভাবনা বেশি থেকে। কাফা ব্যক্তিদের সন্ধ্যেবেলা এবং ভোরের দিকে এই ইচ্ছে বেশি থাকে। আয়ুর্বেদের নজরে যৌন সঙ্গম পবিত্র একটি দিক। সবথেকে বড় কথা, এটি সম্পূর্নই ইচ্ছের ওপর নির্ভর করে। তাই দুজনের সম্মতি না থাকলে একেবারেই সঠিকভাবে এটি সম্ভব নয়।