Advertisment

কন্ডিশনার অ্যাপ্লাই করলে কি চুল পড়তে পারে? জেনে নিন বিশেষজ্ঞের মতামত

ঝলমলে চুলের রহস্য মানেই!

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

শুধু শ্যাম্পু করলেই কি হয়ে গেল? না একেবারেই না! চুলের ফ্রিজিনেস আর রুক্ষতা দুর করতে কিন্তু কন্ডিশনার এখন বেশিরভাগ মানুষই অ্যাপ্লাই করে থাকেন। তবে এটি সঠিকভাবে অ্যাপ্লাইয়ের পদ্ধতি অনেকেই জানেন না। ফলেই অনেকেই মাঝে মধ্যে বলে থাকেন চুল পড়ার সমস্যায় ভুগছেন। আসল কারণ সম্পর্কে অনেকেই জানেন না। 

Advertisment

আসলেই কি কন্ডিশনার দায়ী? 

চুলের প্রয়োজনে শ্যাম্পুর সঙ্গে সঙ্গে কন্ডিশনার খুবই দরকারি। ডার্মাটোলজিস্ট আঁচল পান্থ বলেন, কন্ডিশনার কিন্তু চুল পড়তে দেয় না! বরং মাথায় রাখবেন চুলের স্ক্যাল্পে কিন্তু কন্ডিশনার লাগাবেন না এর থেকে কিন্তু চুল পড়তে পারে। এবং অবশ্যই চুলের দুই তিন লেয়ার থেকে এটি অ্যাপ্লাই করতে হবে। একেবারেই চুলে গরম জল দেওয়া চলবে না। বরং দেখতে হবে যাতে চুল ঠান্ডা জল দিয়ে ধোয়া হয় এবং কন্ডিশনার লেগে না থাকে।

চুলে গরম জল এবং স্ক্যাল্পে কন্ডিশনার দেওয়ার অর্থ হল, চুল পড়তে বাধ্য করা। এবং এর থেকে সহজেই খুশকির উপদ্রব হতে পারে যেই কারণে চুল পড়া খুব স্বাভাবিক ব্যাপার। তাই এই ভুলগুলি করবেন না। তার সঙ্গে তিনি বেশ কিছু ভাল বিষয়ের উল্লেখ করেন যে বিষয়গুলিতে কন্ডিশনার চুলের ক্ষেত্রে ভাল কার্যকরী ;

• কন্ডিশনার চুলের স্মুথনেস বাড়িয়ে দিতে পারে। একেবারেই কোনও রুক্ষতা থাকে না ফলে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল পড়ার সম্ভাবনা কম থাকে। 

•  চুলের কিউটিকল কে সহজে আর বাড়তে দেয় না বরং চুলের পুষ্টি জোগায়। 

• চুলের স্প্লিট এন্ডস থেকে একে রক্ষা করে। ফলেই চুলের আগা ভাল থাকে। 

• এখন চুলে অনেকেই স্ট্রেটনার এবং হিটার প্রয়োগ করে থাকেন সেটির হাত থেকে চুলকে রক্ষা করে কন্ডিশনার। 

• একটি চুলের সঙ্গে অন্য চুলের ঘষা লাগলেও সমস্যা হয় না। ফ্রিজ এবং ঘর্ষণ কমিয়ে চুলকে রক্ষা করে। 

• চুলের উজ্জ্বলতা এবং মসৃণতা বৃদ্ধি করে। চুল নিদারুণ শাইন দিতে কাজে লাগে। 

তাই কন্ডিশনার নিয়ে বিভ্রান্ত হবেন না, বরং এর ব্যবহার সঠিকভাবে করুন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

haircare conditioner hairfall
Advertisment