Advertisment

Pet Dogs: বাড়িতে কুকুর পোষেন? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখুন, নাহলে বিপদে পড়বেন

Pet Dog Parenting Tips: বাড়িতে কুকুর পালনের আগে কিছু বিষয় জেনে নেওয়া ভাল। এগুলি জেনে রাখলে কোনও বিপদে পড়তে হবে না। কুকুর পোষার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Dog Parenting Tips:  কুকুর পোষার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

Dog Parenting Tips: কুকুর পোষার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

Pet Dog Parenting Tips: অনেকেই বাড়িতে কুকুর পোষেন। কিন্তু কীভাবে সঠিকভাবে আপনার পোষ্যকে লালন-পালন করবেন তা অনেকেই জানেন না। অনেকেরই সারমেয়র প্রতি আকর্ষণ থাকে। সেই আকর্ষণ থেকেই অনেক সময় কুকুর পোষার শখ জন্মায়। আপনিও যদি বাড়িতে কুকুর পোষেন তাহলে এই প্রতিবেদন বিশেষত আপনার জন্য। কুকুর পুষলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। 

Advertisment

গত কয়েক বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে পোষা কুকুরের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই বাড়িতে কুকুর পালনের আগে কিছু বিষয় জেনে নেওয়া ভাল। এগুলি জেনে রাখলে কোনও বিপদে পড়তে হবে না। কুকুর পোষার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন।

১. যদি বাড়িতে কুকুর পোষেন তাহলে বাড়ির বাইরে কুকুর হইতে সাবধান বোর্ড লাগানো উচিত। এমনটা করলে কোনও ব্যক্তি আপনার বাড়িতে এলে সতর্ক থাকবেন। তিনি আগেই জেনে যাবেন আপনার বাড়িতে কুকুর রয়েছে। তিনিও সাবধান থাকবেন।

২. যদি আপনার ঘরে পোষা কুকুর থাকে তাহলে সময়ে সময়ে তাকে ভ্য়াকসিন বা টিকা দেওয়া উচিত। পোষা কুকুরদের মোট ৭ বার টিকা দেওয়া উচিত। তার মধ্যে কোভিডের টিকাও রয়েছে।

Advertisment

আরও পড়ুন পোষ্য কুকুর ঘন ঘন লেজ তাড়া করছে? মনোযোগ না দিলে উদ্বেগের কারণ হতে পারে

৩. বাড়িতে পোষা কুকুর থাকলে তাকে অবশ্যই বাড়ির বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। এবার যখনই পোষা কুকুরকে বাড়ির বাইরে নিয়ে যাবেন যখন তার মুখে অবশ্যই ডগ মাস্ক পরাবেন। এতে কোনও অচেনা ব্যক্তিকে কামড়ে দিতে পারবে না।

আরও পড়ুন ভুল করেও খেতে দেবেন না, এই ৭টি খাবার হল পোষ্যদের জন্য 'বিষ'

৪. পোষ্য কুকুরকে ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। এর ফলে পোষ্য কুকুর আপনার মনের কথা বুঝতে শিখবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে।

 

 

lifestyle Dog Lovers Dog Pet Dog
Advertisment