গরম পড়েছে, রোদের তাপ প্রখর। সঙ্গেই বাড়ছে ব্রণর সমস্যা। ঘাম জমে ব্রণ কিংবা ফুসকুড়ির সমস্যা খুব স্বাভাবিক। সুতরাং মাথায় রাখতে হবে যেন, এটির বাড়াবাড়ি না হয়। বেশিরভাগ মানুষের অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্রণর সমস্যা বাড়তে পারে। অনেক সময় বেশি তৈলাক্ত খাবার দাবার, হরমোনাল সমস্যা - এ কারণেও হতে পারে।
Advertisment
ব্রণর সমস্যা বয়স অনুযায়ী ভিন্ন হয়। এবং এর প্রকারভেদ অনেক সময়েই নানা ধরনের হয়। বিশেষ করে অনেকেই ব্রণ ফাটিয়ে ফেলেন, সেই থেকে আরও মুশকিল হতে পারে। অনেক সময় দেখা যায়, মানুষ এই ব্রণর চিকিৎসা করতে গেলে ধৈর্য হারিয়ে ফেলে, এটি করলে চলবে না।
যে ভুলগুলি একেবারেই করবেন না ব্রণর ক্ষেত্রে :-
যারা ব্রণর সমস্যায় ভুগছেন তাদের বেশি মিষ্টি, সুগার জাতীয় খাবার কিংবা হাই গ্লাইসেমিক সূচক খাবার কম খাওয়া উচিত।
Advertisment
বাড়িতে বসেই ব্রণ খোঁটা এবং ফাটিয়ে ফেলা একেবারেই উচিত নয়। এতে কস ছড়িয়ে পড়লে খুব মুশকিল।
বেশি ক্ষার জাতীয় পণ্য স্কিনে ব্যবহার করা একেবারেই উচিত নয়। এর থেকে নানান সমস্যা দেখা দিতে পারে। স্কিন বেশি শুকিয়ে গেলেও মুশকিল।