/indian-express-bangla/media/media_files/2025/11/01/p-1-2025-11-01-14-57-08.jpg)
Relationship tips: প্রেমে পড়লে এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকা জরুরি।
Dating Advice: প্রেম মানেই রঙিন একটা দুনিয়া, সব কিছু নতুন, ঝলমলে আর স্বপ্নে ভরা। কিন্তু এই আবেগের ঘোরে কিছু ভুল করলে সেই রঙিন মধুর সম্পর্কে ফাটল ধরতে বেশি সময় লাগবে না। মুহূর্তে তছনছ আপনার ভালোবাসার। তাই প্রেমে থাকলেও কিছু বুদ্ধি হারানো চলবে না। দেখে নিন, কোন ভুলগুলো একদমই করা যাবে না
পুরোনো সম্পর্কের শিক্ষা ভুলে যাবেন না:
পুরোনো প্রেম যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাতে নিশ্চয়ই কোনো কারণ ছিল। সেটা ভুলে না গিয়ে ভেবে দেখুন, কোথায় ভুল হয়েছিল? নিজেকে বদলানোর চেষ্টা করুন। তাতে আপনি আরও পরিণত, আরও ভালো মানুষ হয়ে উঠবেন। নতুন সম্পর্কে সেই পুরোনো ভুলগুলো আর হবে না।
আরও পড়ুন- Romantic Places: রেস্তোরাঁ নয়! কলকাতার এই ৫ জায়গায় প্রথম দেখা হলে প্রেম পাকা নিশ্চিত!
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/01/p-2-2025-11-01-15-00-59.jpg)
প্রেমিকের পিছনে অতিরিক্ত সময় দেবেন না:
প্রেম মানেই সারাক্ষণ প্রেমিককে ভাবা, টা কিন্তু ঠিক নয়! একটু নিজের জীবন, বন্ধু, কাজ—সব কিছুর জায়গা থাকতে হবে। প্রেমেও ‘স্পেস’ জরুরি। সম্পর্কটা নিজের ছন্দে এগোতে দিন। সব কিছু জোর করে ঘটাতে গেলে উল্টে ক্ষতি হবে।
শুধু নিজের কথা নয়, তার কথাও শুনুন:
সম্পর্ক মানে দু’জন মানুষ, একা আপনি নন। তাই প্রেমে নিজের গল্প, অনুভূতি, চিন্তা, সব কিছু বলতে বলতে তাকে যেন আড়াল না করে ফেলেন। তার কথাও মন দিয়ে শুনুন। এতে বোঝাপড়াটা বাড়বে, সম্পর্কও হবে গভীর।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/01/p-3-2025-11-01-15-05-36.jpg)
তুলনা টানবেন না:
‘আগের প্রেমিক এমন ছিল’, ‘ওর বন্ধুদের মতো তুমি পারো না’, এই তুলনাগুলো সম্পর্ককে বিষিয়ে দেয়। মনে রাখবেন, প্রত্যেক মানুষ আলাদা। তুলনা নয়, গ্রহণ করতে শিখুন।
সম্পর্কের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না:
প্রেমের শুরুতেই ভবিষ্যতের সব হিসেব মেলানোর চেষ্টা করলে চাপ তৈরি হয়। সম্পর্ককে সময় দিন, ধীরে ধীরে এগোতে দিন। বিশ্বাস আর ধৈর্য—এই দুইয়ে টিকেই প্রেম দীর্ঘস্থায়ী হয়।
আরও পড়ুন-Top Zodiac Signs: না জিতে মাঠ ছাড়েন না, 'হার' শব্দটি নেই এই ৫ রাশির অভিধানে!
শেষ এবং যা সব থেকে গুরুত্বপূর্ণ:
প্রেম সুন্দর, কিন্তু সুন্দর রাখার দায়িত্ব দু’জনের। তাই ভালোবাসুন, তবে বুদ্ধি হারিয়ে নয়। মনে রাখুন, যত্নে রাখা প্রেমই সবচেয়ে টেকে। সম্পর্ক বাঁচিয়ে রাখতে একে অপরকে বুঝতে হবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us