/indian-express-bangla/media/media_files/2025/11/04/duarsini-2-2025-11-04-19-54-18.jpg)
Weekend Trip: দু'দিনের ছুটিতে ঘুরে আসুন ঘরের কাছেই দুর্দান্ত এক জায়গায়।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/duarsini-6-2025-11-04-20-00-48.jpg)
দু’তিন দিনের ছুটিতে
Purulia Weekend Trip: শহরের কোলাহল, কাজের চাপ আর নিরবচ্ছিন্ন ব্যস্ততা থেকে একটু নিঃশ্বাস নিতে চান? হাতে যদি দু’তিন দিনের ছুটি থাকে, তাহলে ঘুরে আসতে পারেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে দুয়ারসিনিতে। ঘন শাল-পিয়াল-শিমুলের জঙ্গলের মধ্যে শান্ত পরিবেশ, পাহাড়ের ছায়া, আর পাখির ডাক — এই সব মিলিয়ে দুয়ারসিনি যেন এক অজানা স্বর্গ।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/duarsini-3-2025-11-04-19-58-47.jpg)
দুয়ারসিনির সৌন্দর্য
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম দুয়ারসিনি এখন প্রকৃতিপ্রেমীদের কাছে স্বপ্নের গন্তব্য। এখানে সকাল শুরু হয় পাখির কূজন আর কুয়াশায় মোড়া জঙ্গলের নিস্তব্ধতায়। সন্ধ্যায় শোনা যায় ঝিঁঝিঁ পোকার ডাক, দূরে নদীর কলকল শব্দ আর রাত কাটায় তারাভরা আকাশ। জঙ্গল ঘেরা কটেজগুলির মধ্যে রাত কাটানোই এখানে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/duarsini-4-2025-11-04-19-59-10.jpg)
কী দেখবেন দুয়ারসিনিতে?
দুয়ারসিনির আশেপাশে রয়েছে অনেক দর্শনীয় জায়গা: দুয়ারসিনি মন্দির, সাতগুড়ুম নদী, দুয়ারসিনি ভিউ পয়েন্ট, সানসেট ও সানরাইজ পয়েন্ট, হাড়গাড়া জঙ্গল, রাইকা পাহাড়, টটকো জলাধার, মিনি দার্জিলিং নামেও পরিচিত কিছু জায়গা রয়েছে এখানেই। অন্যদিকে, হাতিবাড়ি এলাকায় আছে একটি ‘এলিফ্যান্ট করিডর’, যা ঝাড়গ্রাম থেকে দলমা রেঞ্জ পর্যন্ত বিস্তৃত — প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যিই এক বিরল অভিজ্ঞতা।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/duarsini-5-2025-11-04-19-59-34.jpg)
কীভাবে যাবেন?
হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত বহু ট্রেন চলে — যেমন হাওড়া-বারবিল জনশতাব্দী, ইস্পাত এক্সপ্রেস, লালমাটি এক্সপ্রেস। ঘাটশিলা থেকে অটো বা ছোট গাড়িতে করে পৌঁছে যাবেন দুয়ারসিনি। সড়কপথে কলকাতা থেকে বান্দোয়ান পর্যন্ত বাস যায়। বান্দোয়ান থেকে ছোট গাড়ি বা ট্রেকারে চড়লেই পৌঁছে যাবেন গন্তব্যে। মাত্র কয়েক ঘণ্টাতেই শহর ছেড়ে পৌঁছে যাবেন জঙ্গলঘেরা প্রকৃতির কোলে।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/duarsini-1-2025-11-04-19-57-59.jpg)
কোথায় থাকবেন?
দুয়ারসিনিতে থাকার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হল রাজ্য সরকারের বনোন্নয়ন নিগমের বাংলো (WBSFDA Cottage)। বুকিং: wbsfda.wb.govt.in, ভাড়া: ২,২৪০ টাকা (জিএসটি-সহ, প্রতিরাত), ডরমেটরি ভাড়া: ২২৪ টাকা (প্রতি ব্যক্তি), খাবারের ব্যবস্থা বাংলোতেই পাওয়া যায়। যোগাযোগ: ৮৯৪২৮০৮৩২৮ (ম্যানেজার)।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us