Advertisment

ভারতের জাতীয় সংগীতের সঙ্গে দুবাই পুলিশের মার্চিং ব্যান্ড: দেখুন ভিডিও

এরকম অসাধারণ কাণ্ডের পিছনে কিন্তু সেই দীপাবলি উৎসব, যা দেশের বেশিরভাগ জায়গায় দেওয়ালি নামে উদযাপিত হয়। দুবাইয়ের ভারতীয় দূতাবাস এ ভিডিও প্রকাশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুবাইয়ে চলছে ১০ দিনের দেওয়ালি উদযাপন

দেওয়ালি শুধু  এ দেশে পালিত হয় ভেবে থাকলে ভুল ভেবেছেন। বিদেশবাসী ভারতীয়রাও দেওয়ালি উদযাপন করে থাকেন। দুবাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে একযোগে দেওয়ালি উপলক্ষে চোথ ধাঁধানো অনুষ্ঠান করল দুবাই পর্যটন এবং দুবাই পুলিশ। সে ঘটনার ফুটেজও প্রকাশিত হয়েছে। শুধু প্রকাশিতই নয়, সে ভিডিও ভাইরালও হয়ে গেছে।

Advertisment

ফুটজে দেখা যাচ্ছে পুলিশ ব্যান্ড ভারতের জাতীয় সঙ্গীতের সঙ্গে প্রদর্শন করছে।

দুবাইয়ের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘দশ দিন ব্যাপী উৎসব শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। এখানে রয়েছে লাইভ বলিউড ও ভাঙড়া পারফরম্যান্স, দুবাই খাঁড়িতে আতশবাজির প্রদর্শন, ক্রমান্বয়ে এলইডি লাইট জ্বালানোর প্রক্রিয়া (এক্ষেত্রে চেষ্টা করা হবে গিনেজ বুক অফ ওয়ার্লড রেকর্ডে নাম তোলার), এবং সঙ্গে থাকবে সুপার কারের প্রদর্শনী এবং দুবাই পুলিসের মার্চিং ব্যান্ড।’’

viral
Advertisment