পাড়ায় মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। কেনাকাটয় ভিড় জমছে বাজারগুলোতে। জমজমাট কুমোরপাড়া। পুজোর বাকি ৫০ দিনেরও কম। চর্চায় দেবীর আগমন-গমন। এই দেখেই তো নির্ধারিত হয় কেমন কাটবে সময়।
দেবীর আগমন ও গমনে সপ্তমীর তিথি তাৎপর্যপূর্ণ?
প্রতি বছর পঞ্জিকা মতে দেবীর আগমন ও গমনের ধরণ নিয়ে বিষরবস্তু বর্ণিত থাকে। প্রতি বছরের দুর্গাপুজোয় সপ্তমীর দিনটি সপ্তাহের কোন বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবী কোন বাহনে আসছেন, সেই বিষয়টি। চলতি বছরে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে শনিবার। এও বলা হয় যে, দেবীর আগমন ও গমন একই বাহনে হলে, তা খুব একটা শুভ ফল দেয় না।
এবার দেবীর আগমন ও গমন কীসে?
পঞ্জিকা মতে, ২০২৩ সালে দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। যা খুব একটা শুভ বার্তা দেয় না। পঞ্জিকা মতে দেবীর আগমন ঘোটকে হওয়ায় তা 'ছত্রভঙ্গ'-র ইঙ্গিত দেয়। অর্থাৎ ফলে দেবীর আগমন কাল ধ্বংস ও অস্থিরতার বার্তাবহক।
দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও অশুভ বার্তা। যা ওই সময়ে ছত্রভঙ্গ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
২০২৩-এ দুর্গাপুজোর নির্ঘণ্ট
- ১৪ অক্টোবর- মহালয়া। এদিনই পিতৃপক্ষের অবসানে এবং দেবী পক্ষের শুরু। ঘরে ঘরে ধ্বনিত হবে দেবীর আগমন বার্তা।
- ১৯ অক্টোবর- মহাপঞ্চমী
- ২০ অক্টোবর- মহাষষ্ঠী
- ২১ অক্টোবর- মহাসপ্তমী
- ২২অক্টোবর- মহাষ্টমী
- ২৩ অক্টোবর- মহানবমী
- ২৪ অক্টোবর- মহাদশমী।
- ২৮ অক্টোবর- কোজাগরী লক্ষ্মীপুজো
আরও পড়ুন- জাগ্রত মৌলীক্ষা মন্দির! ভক্তদের দাবি, পূরণ হয় মনস্কামনা, ঘটে বহু অলৌকিক ঘটনাও
আরও পড়ুন- বেশ কয়েক শতাব্দীর পুরোনো পুজো, জাগ্রত দেবীকে ভীষণ মানেন ভক্ত-বাসিন্দারা