Durga Puja 2025: সন্ধিপুজো বাদ দিয়ে কি দুর্গাপুজো সম্ভব? সত্যিটা জানেন না অনেকেই

Durga Puja 2025: অবাঙালিরা নবরাত্রি পালন করলেও বাঙালির দুর্গাপূজা চার দিন চলে। তিথিগুলো হল সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। সেখানে সন্ধিপূজার কি আদৌ গুরুত্ব আছে?

Durga Puja 2025: অবাঙালিরা নবরাত্রি পালন করলেও বাঙালির দুর্গাপূজা চার দিন চলে। তিথিগুলো হল সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। সেখানে সন্ধিপূজার কি আদৌ গুরুত্ব আছে?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Sandhi Pujo

Durga Puja 2025: প্রতিবছর বাঙালি বেশ ঘটা করেই সন্ধিপূজার আয়োজন করে।

Durga Puja 2025: দুর্গাপূজার অষ্টমীর শেষ ও নবমীর প্রথম প্রহরের মধ্যবর্তী ৪৮ মিনিট সময়কে সন্ধিপূজা বলা হয়। এটি দুর্গাপূজার অন্যতম শ্রেষ্ঠ আচার। বিশ্বাস করা হয়, এই সময় দেবী দুর্গার মধ্যে চামুণ্ডা দেবীর আবির্ভাব ঘটে। তাই ভক্তরা এই সময় দেবী চামুণ্ডার পূজা করেন।

Advertisment

পুরাণ কী বলে?

আরও পড়ুন- নবরাত্রিতে কোন রঙের পোশাক পরলে ভাগ্য হবে উজ্জ্বল?

পুরাণ মতে, যদি সন্ধিপূজা যথাযথভাবে সম্পন্ন হয় তবেই দুর্গাপূজা সার্থক বলে ধরা হয়। দেবীর ধ্যান, লীলা স্মরণ ও বীজ মন্ত্র জপ এই সময়ে বিশেষ ফলপ্রদ হয়। ভক্তদের বিশ্বাস, সন্ধিপূজা মন থেকে সমস্ত অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আবাহন ঘটায়। শুম্ভ-নিশুম্ভকে বধ করতে দেবী পার্বতীর দেহ থেকে কৌশিকী দেবীর জন্ম হয়েছিল। দেবীকে বধ করতে চণ্ড ও মুন্ড নামের দুই অসুরকে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন- এই দেবীকেই দুর্গা বলে বাঙালি! শারদোৎসবে এই দেবীর রূপেরই পুজো হয়, জানেন কি?

Advertisment

যুদ্ধক্ষেত্রে কৌশিকী দেবীর ভ্রুকুটি থেকে জন্ম নেন দেবী চামুণ্ডা। তিনি ছিলেন— নরমুণ্ডমালা ধারিণী, ব্যাঘ্রচর্ম পরিহিতা, রক্তলোলুপ ভীষণ রূপিণী। দেবী সিংহনাদের শব্দে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলেছিলেন। চামুণ্ডা দেবী ভীষণ রূপ ধারণ করে অসুরবাহিনী ধ্বংস করেন। রথ, অশ্ব, হাতি—সবকিছুকে তিনি মুঠোয় তুলে ভক্ষণ করেন। অসুরদের অস্ত্র তাঁর শরীরে স্পর্শ করলেই ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল। অবশেষে তিনি চণ্ড ও মুন্ডকে বধ করে তাঁদের মস্তক মহামায়াকে উপহার দেন। দেবী তখন থেকে 'চামুণ্ডা' নামে পরিচিত হন।

আরও পড়ুন- নবরাত্রির ৩য় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা, কী প্রাপ্তি হয় এই দেবীর আরাধনায়?

Pujo-Timing

আরও পড়ুন- বাঙালির কাছে মহালয়া মানে তিনি, জানেন কোথায় থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র? কীভাবে তৈরি হয়েছিল মহিষাসুরমর্দিনী?

সন্ধিপূজার সময়সূচি ২০২৫

  • বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
    ৩০ সেপ্টেম্বর ২০২৫ (১৩ আশ্বিন, মঙ্গলবার)
    সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৭ মিনিট পর্যন্ত সন্ধিপূজা।
    সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে বলিদান সম্পন্ন হবে।

  • গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
    দুপুর ১টা ৪৪ মিনিটে সন্ধিপূজার বলিদান হবে
    এবং দুপুর ২টা ৮ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপ্ত হবে।

আরও পড়ুন- নবরাত্রির সঙ্গে দুর্গাপুজো মেলে না, খাবারের এই অভ্যাসই ফারাকটা বুঝিয়ে দেয়!

ভক্তরা এই সময়ে দেবী চামুণ্ডার ধ্যান, আরতি ও বীজ মন্ত্র জপ করলে সর্বোচ্চ ফল লাভ করেন বলেই মনে করা হয়। শাস্ত্রজ্ঞরা মনে করেন, সন্ধিপূজা দুর্গাপূজার সবচেয়ে আধ্যাত্মিক মুহূর্তগুলির একটি। ভক্তদের বিশ্বাস, এই ৪৮ মিনিটেই দেবী চামুণ্ডা আবির্ভূত হন এবং অশুভ শক্তিকে বিনাশ করেন। তাই প্রতি বছর দুর্গোৎসবে সন্ধিপূজা এক অনন্য মাহাত্ম্য বহন করে।  

2025 Durga Puja