Advertisment

বাড়ির পুজোর স্বাদ পেতে পুজোর কটা দিন থেকে আসতে পারেন ভেদিক ভিলেজে

বাড়িতে পুজো হয় না বলে আক্ষেপটা অনেক দিনের? এমন যদি হয় আপনার অবস্থা, তাহলে আপনার মনের স্বাদ মিটিয়ে অন্যরকম পুজো কাটানোর প্ল্যান ছকে নিন এই বেলাই।

author-image
IE Bangla Web Desk
New Update
Durga Puja at VVSR

ভেদিক ভিলেজের দূর্গা পুজো

ভিড় ঠেলে ঠাকুর দেখা পছন্দ নয় মোটেই? প্যান্ডেলের লম্বা লাইনে দাঁড়ানোর কথা শুনলেই গায়ে জ্বর আসে? কিংবা বাড়িতে পুজো হয় না বলে আক্ষেপটা অনেক দিনের? এই যদি হয় আপনার অবস্থা, তাহলে মনের স্বাদ মিটিয়ে অন্যরকম পুজো কাটানোর প্ল্যান ছকে নিন এই বেলাই। ঘিঞ্জি পুজো প্যান্ডেল, বিস্তর জ্যাম ছেড়ে শহরের অনতিদূরেই নিরিবিলিতে পুজো কাটান পরিবারের সঙ্গে। পাশাপাশি মিলবে বাড়ির পুজোর মেজাজও। সব মিলিয়ে রান্নার ঝামেলা বা ঘর গোছানোর রোজনামচার থেকে আপনাকে ছুটি দিতে ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত একেবারে ঘরোয়া পরিবেশেই পুজোর আয়োজন করেছে ভেদিক ভিলেজ স্পা রিসর্ট। অন্যরকম পুজো কাটানোর সব আয়োজন করে দেবেন রিসর্টের কর্মীরাই।

Advertisment

Durga Puja 4 at VVSR একেবারে সাবেকিয়ানার মেজাজে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো।

ষষ্ঠীর কলাবৌ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি থেকে শুরু করে নবমীর ভোগ, দশমীর সিঁদুর খেলা, সব স্বাদই পাবেন হাতের নাগালের মধ্যে। একই ছাদের তলায়। গরমের ভিড় ঠেলে বা বৃষ্টির চোখ রাঙানির সাতপাঁচ ভেবে ছুটোছুটি করতে হবে না একেবারেই। নিশ্চিন্তে কাটান পুজো। স্বাদ বদলাতে বাড়তি সংযোজন হিসাবে থাকছে ধুনুচি নাচ এবং ডান্ডিয়া নাচও। যোগ দিতে পারেন আপনিও।

publive-image পুজোর ভোগ

আরও পড়ুন: প্রথা মেনে আজও নীলকণ্ঠ পাখি ওড়ে রায়চৌধুরী বাড়ির পুজোয়

এ কদিন ভেদিক ভিলেজের রেস্তোরাঁগুলোর খাওয়া-দাওয়াতেও থাকছে একেবারে বাঙালিয়ানার স্বাদ। পুজোর চারদিনই থাকছে আলাদা আলাদা মেনু। যাঁরা বাঙালি খাবার পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে ভূমি রেস্তোরাঁ। পছন্দমতো বাঙালি খাবারে থালি থাকবে আপনার জন্য। পাশাপাশি মাল্টি কুইজিনের স্বাদ পেতে পৌঁছে যেতে পারেন Yajna (যজ্ঞ) রেস্তোরায়। সেখানে পছন্দমতো বেছে নিন আ লা কার্ট মেনু থেকে পদ।

পুজোয় এক দিনের থাকা খাওয়ার মাথাপিছু খরচ ৭,৯৯৯ টাকা। খাওয়াদাওয়ার সঙ্গে পুজোর সমস্ত বিনোদনেই যোগ দিতে পারেন আপনিও। অন্যভাবে পুজো কাটাতে পৌঁছে যান ভেদিক ভিলেজে। বুকিং-এর জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 033-61400400/ 9830025900, বা মেল করুন tina.das@thevedicvillage.com এই ঠিকানায়।

Durga Puja 2019
Advertisment