পুজো মানেই সাজগোজ, পুজো মানেই সব ভুলে মন মাতে অনাবিল আনন্দে। আর বাঙালির সেরা উৎসবে ফ্যাশন অঙ্গাঙ্গীভাবে জড়িত। আনন্দ উৎসবের প্রাক্কালে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা সন্ধান দিল নতুন ফ্যাশন ডেস্টিনেশনের। সায়বানা, সাবেকীয়ানার সঙ্গে হালফিলের ফ্যাশন এক হয়ে যায় এখানে এসে। দেশের বিভিন্ন জায়গার ট্রাডিশনাল পোশাকের সম্ভার সায়বানা। আর তার সঙ্গে শাড়ি তো রয়েইছে। ষষ্ঠী থেকে অষ্টমীর সকাল কেমন সাজাবেন নিজেকে? তারই এক ঝলক দেখালাম আমরা। শুধু তাই নয়, সঙ্গে রইল নেপথ্য কাহিনির ভিডিও।
ষষ্ঠীর সকাল মানেই পুজোর শুরু। হালকা মেজাজে সাবেকী ও ফ্যাশনের তালমিল কিন্তু হতেই পারে নি লেনথ ড্রেসে। ছবি: শশী ঘোষ
সপ্তমীর সকাল কাটানোই যায় এইরকম দেখতে একটা জাম্পস্যুটে। ছবি: শশী ঘোষ
অষ্টমীর সকাল মানেই শাড়ি, সবার জানে। কিন্তু যদি আপনার অন্যকিছু ট্রাই করতে ইচ্ছে করে তাহলে এ ধরনের লং ড্রেস মন্দ নয়। ছবি: শশী ঘোষ
ফ্যাশনের নেপথ্য গল্পও রইল আপনাদের জন্য।
সায়বানা দেবারতি গুপ্তের কান্ট্রি, সোনালী ভট্টাচার্যের লাভ ফর দ্য লুম ও অনুশ্রী মালহোত্রার ব্র্যান্জ নিয়ে তৈরি। ছবি: শশী ঘোষ
দেড় বছর বয়স এই বুটিকের। তারমধ্যেই সাড়া ফেলেছে এই ডিজাইনার স্টোর। ছবি: শশী ঘোষ
বাংলা তথা সারা ভারতের সাবেকী পোশাক ও ডিজাইনার ড্রেসের মেলবন্ধন সায়বানা, বলছেন দেবারতি। ছবি: শশী ঘোষ
পুজোয় নতুন কিছু আলাদা করে আনছে না সায়বানা। নিজেদের অনন্যতা বজায় রেখেই সারা বছরের পোশাক পাওয়া যাচ্ছে এই স্টোরে। তবে পুজোয় অন্যদের থেকে চোখ নিজের দিকে টানতে হলে একবার ঘুরে আসতেই হবে সাউদার্ন অ্যাভিনিউর এই স্টোর (১/১ বমপাস রোড, কলকাতা ৭০০০২৯)।