Advertisment

পুজোর সাজগোজের নতুন ঠিকানা 'সায়বানা'

বাঙালির সেরা উৎসবে ফ্যাশন অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। আনন্দ উৎসবের প্রাক্কালে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা সন্ধান দিল নতুন ফ্যাশন ডেস্টিনেশনের। সায়বানা, সাবেকীয়ানার সঙ্গে হালফিলের ফ্যাশন যেন এক হয়ে যায় এখানে এসে।

author-image
IE Bangla Web Desk
New Update
Fashion Photo Express Photo Shashi Ghosh

পুজোর ফ্যাশনের হালহকিতের নতুন সন্ধান দিচ্ছে সায়বানা। এক্সপ্রেস ছবি- শশী ঘোষ

পুজো মানেই সাজগোজ, পুজো মানেই সব ভুলে মন মাতে অনাবিল আনন্দে। আর বাঙালির সেরা উৎসবে ফ্যাশন অঙ্গাঙ্গীভাবে জড়িত। আনন্দ উৎসবের প্রাক্কালে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা সন্ধান দিল নতুন ফ্যাশন ডেস্টিনেশনের। সায়বানা, সাবেকীয়ানার সঙ্গে হালফিলের ফ্যাশন এক হয়ে যায় এখানে এসে। দেশের বিভিন্ন জায়গার ট্রাডিশনাল পোশাকের সম্ভার সায়বানা। আর তার সঙ্গে শাড়ি তো রয়েইছে। ষষ্ঠী থেকে অষ্টমীর সকাল কেমন সাজাবেন নিজেকে? তারই এক ঝলক দেখালাম আমরা। শুধু তাই নয়, সঙ্গে রইল নেপথ্য কাহিনির ভিডিও।

Advertisment

Fashion Photo Express Photo Shashi Ghosh

ষষ্ঠীর সকাল মানেই পুজোর শুরু। হালকা মেজাজে সাবেকী ও ফ্যাশনের তালমিল কিন্তু হতেই পারে নি লেনথ ড্রেসে। ছবি: শশী ঘোষ

Fashion Photo Express Photo Shashi Ghosh

সপ্তমীর সকাল কাটানোই যায় এইরকম দেখতে একটা জাম্পস্যুটে। ছবি: শশী ঘোষ

publive-image

অষ্টমীর সকাল মানেই শাড়ি, সবার জানে। কিন্তু যদি আপনার অন্যকিছু ট্রাই করতে ইচ্ছে করে তাহলে এ ধরনের লং ড্রেস মন্দ নয়। ছবি: শশী ঘোষ

ফ্যাশনের নেপথ্য গল্পও রইল আপনাদের জন্য।

publive-image

সায়বানা দেবারতি গুপ্তের কান্ট্রি, সোনালী ভট্টাচার্যের লাভ ফর দ্য লুম ও অনুশ্রী মালহোত্রার ব্র্যান্জ নিয়ে তৈরি। ছবি: শশী ঘোষ

publive-image

দেড় বছর বয়স এই বুটিকের। তারমধ্যেই সাড়া ফেলেছে এই ডিজাইনার স্টোর। ছবি: শশী ঘোষ

Fashion Photo Express Photo Shashi Ghosh

বাংলা তথা সারা ভারতের সাবেকী পোশাক ও ডিজাইনার ড্রেসের মেলবন্ধন সায়বানা, বলছেন দেবারতি। ছবি: শশী ঘোষ

পুজোয় নতুন কিছু আলাদা করে আনছে না সায়বানা। নিজেদের অনন্যতা বজায় রেখেই সারা বছরের পোশাক পাওয়া যাচ্ছে এই স্টোরে। তবে পুজোয় অন্যদের থেকে চোখ নিজের দিকে টানতে হলে একবার ঘুরে আসতেই হবে সাউদার্ন অ্যাভিনিউর এই স্টোর (১/১ বমপাস রোড, কলকাতা ৭০০০২৯)।

Durga Puja 2019 bengali fashion
Advertisment