উমা এসে গিয়েছেন বাঙালির মনে, ঘরে, মণ্ডপে। আনন্দে মজে গোটা বাংলা। এ বছর কোন কমিটি কী থিম করেছে? কাদের প্রতিমা কেমন? ভিড় জমছে কোন মণ্ডপে তা সবার জানা হয়ে গিয়েছে। উদ্যোক্তারাও পুরোদস্তুর প্রতিযোগিতার আবহে। ২০২২-য়ের বোধনের দিনই আগামী বছরের জন্য কৌশল তৈরিতে ব্যস্ত। তাক লাগানোর হাতছানি তাঁদের সামনে। কিন্তু, কবে হবে ২০২৩-এর দুর্গা পুজো? এ বছরের ষষ্ঠীতেই জানুন আগামী বছরের বাঙালির শ্রেষ্ঠ উৎসবের নির্ঘন্ট।
২০২৩ সালের দুর্গা পুজোর নির্ঘন্ট:
- ১৪ অক্টোবর ২০২৩- মহালয়া (শনিবার)
- ২০ অক্টোবর ২০২৩- মহা ষষ্ঠী (শুক্রবার)
- ২১ অক্টোবর ২০২৩- মহা সপ্তমী (শনিবার)
- ২২ অক্টোবর ২০২৩- মহা অষ্টমী (রবিবার)
- ২৩ অক্টোবর ২০২৩- মহা নবমী (সোমবার)
- ২৪ অক্টোবর ২০২৩- মহা দশমী (মঙ্গলবার)
মহালয়া শনিবার পড়ায় ওই দিন সরকারি কর্মীরা ছুটি পাবেন। বহু বেসরকারি কোম্পানিও শনিবার ছুটি থাকে। ষষ্ঠী শুক্রবার পড়েছে। শনি ও রবিবার পড়েছে সপ্তমী ও অষ্টমী। ফলে চুটিয়ে আনন্দ করতে পারবে বাঙালি। সপ্তাহের শুরু সোমবার পড়েছে নবমী। দশমী পড়েছে মঙ্গলবার।
দুর্গাপুজোর ঠিক পরেই হয় কোজাগরি লক্ষ্ণী পুজো। আগামী বছর যা হবে-
- ২৮ অক্টোবর ২০২৩- লক্ষ্মী পুজো (শনিবার)
কালীপুজো ও ভাইফোঁটা পড়েছে নভেম্বর মাসে। কালীপুজো হবে রবিবার। ভাইফোঁটা মঙ্গলবার।
- ১২ নভেম্বর ২০২৩- কালীপুজো
- ১৪ নভেম্বর ২০২৩- ভাইফোঁটা